বিশেষ প্রতিনিধি : অদ্যাপীঠ : ৫ ডিসেম্বর ২০২১।মানবদরদী ও ভক্তের ভগবান ভবাপাগলা মহাসম্মেলন ৩৬তম বর্ষ উদ্বোধন করলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সম্পাদক তথা ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন বেলুড় মঠের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পূজ্যপাদ স্বামী আত্ম প্রিয়ানন্দজি, আচার্য গোপাল ক্ষেত্রী সহ সমাজের বিশিষ্টজন।
আদ্যাপীঠ মন্দির মহাসম্মেলন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আদ্যাপীঠ মায়ের মন্দিরে ৷
ছবি সুবল সাহা।
Be First to Comment