গোপাল দেবনাথ : কলকাতা, ৯ মে, ২০২৪। এই বাংলার সাথে সারা বিশ্বের বাঙালি একত্রিত হয় একটি বিশেষ দিনে। সেই দিনটি হলো বিশ্বকবি রাবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বুধবার ছিল ২৫শে বৈশাখ। এই বিশেষ দিনটি শিশু থেকে বয়স্ক মানুষ, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এমন কি সরকারি বেসরকারি সহ রাজনীতির মানুষজন ও নিজেদের মতো করে স্মরণ করেছেন এই দিনটিকে। বেলেঘাটা সুভাষ সরোবরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস মহা ধুমধামের সাথে পালন করা হলো।বানীবীণা কয়্যারের উদ্যোগে সকাল ৬ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বানীবীণা সংস্হার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অবকাশ শিল্পী গোষ্ঠী, কড়ি ও কোমল এবং রজনীগন্ধা’র শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সাথে প্রদীপ কুমার ভট্টাচার্য্য একটি কবিতা পাঠ করে শোনান। বহু গুনীজনের উপস্থিতি তে আবৃত্তি, নৃত্য, সঙ্গীতে মুখরিত হয়েছিল বেলেঘাটা সুভাষ সরোবরের অনুষ্ঠানস্থল। সমগ্ৰ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুনীতি ঘোষ এবং মধুমিতা ভৌমিক। শিল্পীদের সাথে সাথে দর্শক শ্রোতারা খুশি বলে জানা গেল।
বেলেঘাটা সুভাষ সরোবরে বিশ্বকবির জন্মদিন উদযাপন….।

More from CultureMore posts in Culture »
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।
- When Little Hands Create Big Hope: St. Joan’s Students Celebrate Christmas Through Music, Art, Service, and the Joy of Giving…..
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে…।
More from InternationalMore posts in International »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
- মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।











Be First to Comment