গোপাল দেবনাথ : কলকাতা, ২৩, নভেম্বর, ২০২০। বেলেঘাটা ফুলবাগানে রিলায়েন্স জুয়েলস এর সামনে সি আই টি ইয়ং সোসাইটির শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এই বছর ২৯তম বর্ষে পদার্পন করলো। এই বছরের মায়ের মূর্তি নির্মান করেছেন শিল্পী দুলাল চন্দ্র রুদ্র পাল।

করোনা অতিমারীর কারণে কোন জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও মায়ের পূজো ভক্তি সহকারে সম্পন্ন হচ্ছে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা সুদীপ সাহা ও সুজিত দে জানালেন করোনা অতিমারীর কারণে সরকারি নিয়ম কে স্বীকৃতি দিয়ে এই বছর মায়ের ভোগ জনসাধারণের জন্য আয়োজন করা হচ্ছে না।

পৃথিবী করোনা মুক্ত হোক মা জগদ্ধাত্রী র কাছে এটাই একমাত্র প্রার্থনা। এই বছর আমাদের কাছে মায়ের আরাধানটাই প্রধান।

সব ঠিক হয়ে গেলে আগামী বছর আবার আগের মতো সব ধরনের আয়োজন করা হবে।
Be First to Comment