গোপাল দেবনাথ : কলকাতা, ১৩, নভেম্বর, ২০২০। আজ ভূতচতুর্দশী। রাত পোহালেই বিশ্বজুড়ে কালী মায়ের আরাধনা শুরু হবে। এই করোনা অতিমারীর মাঝেই কয়েকদিন আগেই দেশজুড়ে দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হয়েছে। ধনদেবী লক্ষ্মী পূজাও ভক্তগণ নিষ্ঠার সাথে সম্পন্ন করেছেন। সমগ্ৰ ভক্তগনের আশা শ্যামা মায়ের আরাধনাও ভালো ভাবে সম্পন্ন হবে। মা আমাদের করোনা মুক্ত করবেন।

বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ১,নম্বর রাখাল ঘোষ লেন এর “বেলেঘাটা নর্থ আজাদ হিন্দ সংঘের” শ্যামা পূজা এই বছর ৭৫ তম বর্ষে পদার্পন করলো। বিশ্বজুড়ে করোনা অতিমারীর কারণে সরকারি বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করা হয়েছে।

বড় করে পুজো করার ইচ্ছে থাকলেও অতিমারীর কারণে আয়োজন একটু সংক্ষিপ্ত করতে হয়েছে বলে জানালেন এই পুজোর একজন উদ্যোক্তা।

শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পুরসভার ৫৮,নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর শ্রী স্বপন সমাদ্দার। উপস্থিত ছিলেন এলাকার পুরপিতা ৩৫, নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর শ্রী আশুতোষ দাস। এই পুজোর প্রধান আকর্ষণ হলো এক সাথে তিনটি মূর্তির পুজো করা।

১) কালী মায়ের চিরা চরিত মূর্তি। ২) তারাপীঠের তারা মা এবং ৩) কালী ঘাটের কালী মা।

Be First to Comment