Last updated on October 4, 2022
সায়ন দেবনাথ : কলকাতা, ৩ অক্টোবর ২০২২। বেলেঘাটা চাউলপট্টি রোডে সুশান্ত সাহা’র বাড়ির বহু বছর ধরে চলে আসা দুর্গাপুজো। এলাকাবাসী প্রায় সকলেই জানেন এই পুজোর কথা। বহু ভক্তের সমাগম হয় এই পুজোয়। এই পুজো কে কেন্দ্র করে আত্মীয় পরিজন বন্ধুদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল।
সুস্বাদু ভোগ ও মিষ্টি শুভ অষ্টমীর দিনে উপস্থিত ভক্তদের মধ্যে পরিবেশন করা হল। ভক্তরা সন্ধ্যারতি প্রত্যক্ষ করলেন। পথ চলতি সকল মানুষের হাতে ভোগ প্রসাদ তুলে দিতে পেরে খুবই খুশি বলে জানালেন আয়োজক সুশান্তু সাহা এবং তার পরিবার।
তিনি আরও বলেন করোনা অতিমারীর সময় দুর্গাপুজোর আয়োজন করতে পারলেও জন সমাগম না হওয়ায় আমাদের পরিবারের সকলের মন খুবই খারাপ হয়েছিল। তবে এই বছর মায়ের কৃপায় সব আয়োজন সুষ্ঠ ভাবে সম্পন্ন হচ্ছে।
Be First to Comment