Press "Enter" to skip to content

বেলঘরিয়া বর্ণালী ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির…।

Spread the love

সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে। এদিন রবি বাসরীয় সকাল থেকে রক্তদান শিবির কর্মসূচি পালনের মধ্য দিয়ে এমনই বার্তা তুলে দিল বর্ণালী ক্লাব।

যে কোন রকম প্রাকৃতিক বিপর্যয় হোক অথবা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার হোক। ছাত্র জীবন থেকেই নিজেদের আয়ের কিছুটা অংশ পরিজনদের জন্য রেখে বাকি টাকা মিলে ফান্ড তৈরি করে অসহায়ের সহায় হওয়ার লাগাতার চেষ্টা করে চলেছে বর্ণালী ক্লাবের সকল সদস্যরা। কামারহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া প্রফুল্লনগর এলাকায় এদিন মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতাকে নিয়ে সম্পন্ন হয় এই রক্তদান শিবির কর্মসূচি। এদিন কেবলমাত্র এলাকার সাধারণ মানুষেরাই নন ক্লাবের সদস্যরাও স্বেচ্ছা রক্তদান শিবির কর্মসূচিতে রক্তদানে অংশগ্রহণ করেন। এ হেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল অতিথিরাও।

রক্তদান মহৎ দান । যখন এক ফোঁটা রক্ত দিয়ে বাঁচে একটি মুমূর্ষ রোগীর প্রাণ। জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের উর্ধ্বে তাই রক্তদান শিবির কর্মসূচির প্রয়োজনীয়তা অপরিসীম। এদিন এলাকার সকলের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবির কর্মসূচি পালন করা হয়। এর সাথে সাথে এলাকার প্রবীণ মানুষদের বিশেষ ভাবে সম্মান প্রদান করেন বর্ণালী ক্লাবের সকল সদস্যরা।

এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় , বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সহ কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা । উপস্থিত সকল অতিথিরাও এই ক্লাবের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সকল রক্তদাতা তাদের সাথে হাত মিলিয়ে একটি করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সকলে। রক্তদাতাদের উৎসাহিত করতে বর্ণালী ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহারও প্রদান করা হয়। এদিন রক্তদান শিবির কর্মসূচির পাশাপাশি ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থাপনা। আগামী দিনেও এই ভাবে মানুষের পাশে থাকতে চাই। এভাবেই আমরা সকলকে নিয়ে হাসতে চাই । এমনই বলেন বর্ণালী ক্লাবের সম্পাদক তপু বসাক। বর্ণালী ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়বার মত।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.