সৃঞ্চিণী পোদ্দার, বেলঘড়িয়া, ১৬ আগস্ট, ২০২৩। বাউল সাধক তথা সমাজ সংস্কারক লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর পাঠের খন্ড চিত্র নিয়ে সেজে উঠছে এ বছরের মন্ডপ। মন্ডপ সজ্জায় থাকবে বাউলের জীবনের ইতিকথা থেকে শুরু করে থাকবে একতারা। এবং একটি বাউল গানে ব্যবহৃত নানা জিনিসপত্র থেকে শুরু করে লোকগীতি। আর এইসব দেখতে আসতে হবে নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের দুর্গা পূজার মন্ডপে।
আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোর বিশেষ আকর্ষিত থিম থাকবে নীলগঞ্জ রোড বেলঘড়িয়া মহুয়া ক্লাবের পুজো মন্ডপে। আর এ বছর কি থাকছে চমক পুজো মণ্ডপ জুড়ে?
জানতে হলে আসতে হবে নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পরিচালনায় আয়োজিত এ বছরের দূর্গা পূজার মণ্ডপে । শিল্পী অতনু রায়ের ভাবনা এবং রূপায়ণে এ বছর সেজে উঠবে গোটা মন্ডপ। থাকছে অনেক চমক। বেলঘড়িয়ার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পুজো। প্রতি বছরের ঐতিহ্য কে বজায় রেখে ৩৫ তম বর্ষে বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পরিচালনায় এদিন খুঁটি পূজার মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। এ বছরের ভাবনা আরশিনগর।
লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর কবিতার মাধ্যমে কবি বলেছেন, তার বাড়ির কাছে একটি জায়গা রয়েছে আর সেখানে পড়শী বসবাস করে। সেই জায়গাটি হল কবির শুদ্ধতম হৃদয় এবং সেই পড়শী হলেন স্বয়ং ঈশ্বর। কবির মতে ঈশ্বর নিরাকার। ঈশ্বর আমাদের স্বয়ং মনেই বিরাজমান। আর এই ভাবনা নিয়ে এবছর সেজে উঠছে গোটা মন্ডপ তার সাথে থাকছে বাউল গানের ভাষার আরশিনগর এর শব্দার্থ।
এদিন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব আয়োজিত এ বছরের দুর্গা পুজোর থিম উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে আসন আলোকিত করে ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে পুজো কমিটির সকল সদস্যরা। বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা সামিল হন এই দিনের এই খুঁটি পুজো এবং থিম উন্মোচনের অনুষ্ঠানে।
Be First to Comment