গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ আগস্ট, ২০২৪। বাংলায় নারী শিক্ষার ক্ষেত্রে উত্তর কলকাতার বেথুন স্কুলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্রিটিশদের রক্ত চক্ষু উপেক্ষা করে ভারতীয় তথা বাংলার নারীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে দেওয়ার জন্য বেথুন স্কুল এর নাম সবার উপরে থাকবে। সকলের প্রিয় বেথুন স্কুলের ১৭৫ বছরের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নজরুল মঞ্চে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিনোদ কুমার, প্রধান সচিব, বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শুভ্র চক্রবর্তী, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং রাজ্য প্রকল্প অধিকর্তা, শ্রী অরূপ সেনগুপ্ত, ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, শ্রীমতি গোপা দত্ত। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি শর্বরী ভট্টাচার্য অতিথিদের নানা উপহারে বরণ করে নেন। এছাড়াও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১৭৫ বর্ষপূর্তির স্মারক গ্রন্থ। ১২ ই আগস্ট ছিল বেথুন সাহেবের প্রয়াণ দিবস। ঐদিন বেথুন কন্যা ব্রততী বন্দোপাধ্যায়, ও রাজশ্রী ভট্টাচার্য অনুষ্ঠানের মাধ্যমে বেথুন সাহেবকে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও প্রাক্তন ও বর্তমান ছাত্রী এবং শিক্ষিকাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ১৭৫ বছর উদযাপন করা হলো। সারেগামাপা খ্যাত তীর্থ ভট্টাচার্যের গানে সকলে মেতে উঠেছিল। এরপর বিদ্যালয়ের সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিভাবকমন্ডলী এবং ছাত্রীবৃন্দ সকলেই আপ্লুত হয়।
তথ্যসহায়তা ও ছবি সুবল সাহা |
Be First to Comment