মেয়েটি / মতিলাল পটুয়া
মেয়েটি আজও ফেরেনি
কি হলো কোথায় গেলো কেন গেলো
কোথায় থাকল কেন থাকল কেউ জানেনা
মা বাবা কেঁদে হয়রান তবু ফেরেনি ।
মেয়েটি আজও ফেরেনি ।।
সে যোগ্য মেয়ে হতে চেয়েছিল
সে হতে চেয়েছিল বিমান চালক
উড়তে চেয়েছিল শূন্য আকাশে
দুচোখ ভরে দেখতে চেয়েছিল বিশ্ব ভুবন
আশাটা আশার দোরগোড়ায় পৌঁছায়নি ।
মেয়েটি আজও ফেরেনি ।।
মেয়েটি পড়াশুনা শেষে বাড়ির কাজ করত
কখন বাবার কাজ কখন মায়ের কাজ
কোন কাজই ছোট ছিলনা তার কাছে
সে ছিল যেমন বুদ্ধিমতী তেমনি কর্মঠ
তেমনি বিদ্বান কেউ তার অলসতা দেখেনি ।
মেয়েটি আজও ফেরেনি ।।
যার হৃদয় মনে এতো স্বপ্ন কেন হারল সে
কে বা কারা সরিয়ে দিল কোন সুদূরে
কেন তার এমন মতি হোল কেউ জানেনা
কেউ তার মতি গতি কিছুই বুঝতে পারেনি ।
মেয়েটি আজও ফেরেনি ।।
মেয়েটি ছোট বেলায় মাকে আকাশ দেখাত
দেখাত আকাশ ভরা চাঁদ আর গ্রহ তারা
আপন খেয়ালে খিল খিল করে হাসত
বুক ভরা আনন্দ মিশ্রিত চিরন্তন হাসি
তার যে এমন হবে কেউ ভাবতে পারেনি ।
মেয়েটি আজও ফেরেনি ।।
সাধারন ঘরের মেয়েরা কি অশিক্ষিত থাকবে
বুদ্ধিমতী কর্মঠ শিক্ষিত বিদ্বান হতে পারবে না
কেউ যদি জন্মের গোড়ামি ভেঙে উঠে আসে
বুদ্ধিবলে ছিনিয়ে নেয় শিক্ষার অধিকার
সহাস্যে বলে আমি হারব না আমি হারিনি ।
মেয়েটি আজও ফেরেনি ।।
এই রহস্যর পূর্ন উদঘাটন চাই
ফেরাতে চাই তার চিরন্তন সেই হাসি
ফিরিয়ে দিতে চাই তার মনের সব স্বপ্ন
সকলকে এগিয়ে আসতে হবে একসাথে
বুঝিয়ে দিতে হবে আমরা এক জোট
আমরা ভাই ভাই আমরা কখনো হারব না
আমরা হারাইনি আমরা কখনো হারিনি।
ছবি – প্রতীকি। মডেল -মোনালিসা রায়।
Be First to Comment