ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী, কলকাতা, ৮ অক্টোবর ২০২২। প্রতিমা নিরঞ্জনের পর, সপরিবারে মা দূর্গার কৈলাসে পৌঁছুতে কতক্ষণ সময় লাগে জানিনা, কিন্তু নীলকণ্ঠ পাখীর আগমনে “অতি বড় বৃদ্ধপতি..” তাঁর ‘সংসারের’ একান্ত আপন সবাইকে অভ্যর্থনা জানাতে খুশি মনে, প্রস্তুত হয়েই থাকেন। সবার কুশলবার্তা শুনে, খুশি হ’য়ে , আশীর্বাদ করেন।
আমি ঈশ্বরে বিশ্বাসী এবং একজন সনাতনী হিন্দু হিসেবে রূপকথাময় জীবনটাকে খুবই ভালোবাসি। এই বিশ্বাসের পরিবেশে জন্ম নিয়ে, গর্ব বোধ করি।
ঋক্-বেদে লেখা আছে ‘ঈশ্বর নিরাকার ‘। নিজেই নিজের সৃষ্টিকর্তা। কিন্তু, ‘স্বয়ং-ভূ’ শিব– ব’লে কেউ আছেন, নাকি নেই, তা আমি জানি না। ‘হ্যাঁ’ বা ‘না’ বলার বলার মতো ‘বোকা’ বা ‘অতি চালাক’ আমি নই। তবে, না থাকলেও, ভারি ব’য়ে গেছে। আমি আমার আবেগ, কল্পনা, শিল্পী-সুলভ মনোজগতের ম্যাজিক রিয়্যালিটি দিয়ে , তাঁকে সৃষ্টি ক’রি। তাতে প্রাণ প্রতিষ্ঠা ক’রে, বেঁচে থাকার একটা অর্থ , রূপকথার মতো সুখে থাকার এক ফর্মূলা বানিয়ে নিই। নিজেরা নিজেরাই হয়ে যাই ঈশ্বরের সঙ্গে একাত্ম। প্রমাণ করি, যে নামেই ডাকো, আমি বাস্তব। তুমিও বাস্তব। আমি আছি, সুতরাং তুমিও আছো। আমি কী ? আমি কেন ? আমি কোত্থেকে এসেছি ? কোথায় চলেছি ? জানিনা। তুমিও তাই। কে, কেন,কী.. সত্যিই জানা নেই। তুমিতে আমিতে তো দেখছি কোনো তফাৎ নেই। ম্যাজিক !
এই বাস্তবিকরণের বা একাত্ম হবার জন্যই, মুখে সন্দেশ গুঁজে,”আবার এসো” ব’লে কেঁদে ভাসিয়ে, বিসর্জন দিয়ে, বাস্তব, কল্পনা, আবেগ, সাহিত্য, বিশ্বাস…সব মিশিয়ে একাকার করে যখন আবার নতুন ক’রে বাঁচতে শুরু করি, তখনই তো শুরু হয় মজা। শুরু হয় আসল প্রোগ্রাম । শুরু হয় ম্যাজিকময় এই জীবনটা। বুঝতে পারি, সুখ, দুঃখ, দুটোই এক ! খুঁটি পূজো আর ভাসান দেওয়া, দুটোই এক। একই জাদু লাঠির দুই প্রান্তের ছোঁয়ায় ঘটানো একই ম্যাজিক !
ওই মুহুর্তে ,জয়শ্রী যখন, যেন বাপের বাড়িতে গিয়ে, বাউণ্ডুলের এই জীবনে ফিরে এসে আমাকে প্রণাম করে, আমি তখন ওকে আশীর্বাদ ক’রে, চোখের জল ফেলে বলি,” আমিও তোমাকে প্রণাম করতে চাই।…তিন দিনের এই বিরহে, আমি চিনেছি তোমায় ! তুমি কী, তুমি কে ? তুমি কেন ? আমাকে তুমি অনুমতি দাও। ‘দেহি পদ পল্লব মুদারম্’ ।”
সন্তানদের বলি, “পিতা যদি ধর্ম হন, পিতা যদি স্বর্গ হন, জেনে রাখো, তাহ’লে, মা হচ্ছেন, স্বর্গাদপী গরিয়সী।”
কি সুন্দর আওয়াজ…”মা” !!!
আমি জয়শ্রীর মধ্যে আমার গর্ভধারিণী ‘মা’কে খুঁজে পাই। দুমিনিটের জন্যও ওকে ছেড়ে থাকতে পারিনা।
***** ***** ***** ******
সবার চেতনা হোক।
Be First to Comment