নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ মার্চ, ২০২৫। সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ নির্মূল করতে, সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর ২৪ মার্চ পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস।
গত বছর ৯ ডিসেম্বর থেকে এ বছর ২৪ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষা নির্মূলকরণ কর্মসূচি ‘টিবি দূরীকরণ ১০০ দিনের পণ’ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
টিবি বা যক্ষা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হল বাগবাজার রামকৃষ্ণ মঠ পরিচালিত মা সারদা চ্যারিটেবেল ডিস্পেন্সারিতে। এই উপলক্ষে প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষা বা স্ক্রিনিং করা হল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন(NSIC) র কলকাতা শাখা অফিসের সহযোগীতায়।
এন এস আই সি-র কলকাতার জোনাল জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন বলেন,
দেশ থেকে যক্ষা নির্মূলকরণের লক্ষ্যে যক্ষা হয়েছে কিনা সে ব্যাপারে পরীক্ষা বা স্ক্রিনিং বাড়ানো দরকার। সেই কাজে সহযোগীতা করতে এন এস আই সি র পক্ষ থেকে যক্ষ্মা পরীক্ষার কিট তুলে দেওয়া হয়েছে।
বাগবাজার রামকৃষ্ণ মঠের প্রজেক্ট কোঅর্ডিনেটর সন্নাসী স্বামী অভিন্নানন্দ মহারাজ বলেন, যক্ষা মুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে তারা এন এস আই সি র সহযোগিতায় এদিন থেকে এক হাজার রোগীর যক্ষ্মা পরীক্ষা ও তাদের ঔষধ দেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে। পরে এই সংখ্যা আরো বাড়ানো হবে।
বিশ্ব যক্ষ্মা দিবসে যক্ষ্মা মুক্ত ভারত গড়ে তোলার সংকল্প…।

More from GeneralMore posts in General »
- রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বালোচিস্তানের দাবীতে কলকাতায় অখিলভারত হিন্দুমহাসভার ঐতিহাসিক পথসভা…
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
Be First to Comment