গোপাল দেবনাথ
বাংলাদেশের জনপ্রিয় কবি শামসুল রহমানের কবিতা পন্ডশ্রম মনে পড়ে যাচ্ছে। কবি লিখেছেন , এই নিয়েছে, ঐ নিল যা: কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে—— কান গেলে আর মুখের পাড়া য় থাকল কি হে বল? কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।.এমন ই এক সর্বভারতীয় সম্মেলনের আয়োজন-
আইশোকন” ২০১৯. যা অনুষ্ঠিত হবে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার নিউটাউনে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর। এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে ড, দ্বৈপায়ন মুখার্জি, ড, দুলাল বসু, ড,এম সাহা, ড, দেবাশিস গুহ, ড, তরুণ পালিত জানালেন , কনভেনশনের প্রথম দিনে অনুষ্ঠানে হাজির থাকবেন কলকাতার প্রথম নাগরিক ফিরহাদ হাকিম ও রাজ্যের মন্ত্রী ড, শশী পাঁজা ও মেডিক্যাল এডুকেশন এর ডাঃ দেবাশীষ ভট্টাচার্য। এই কনভেনশনে উপস্থিত থাকবেন জাতীয় স্তরের ই এন টি চিকিৎসকেরা।কান শুধু শ্রবণ সহায়ক নয়, দেহের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কান।কান সম্পর্কে সচেতনতা ,শব্দ দূষণ ,এবং আধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে আলোচনা হবে ।
Be First to Comment