বি শ্ব মূ কা ভি ন য় দি ব স
বাবলু ভট্টাচার্য : যদি একদিন পৃথিবীর এতসব ভাষার ভিন্নতা আর বৈরিতা ভেঙে আমরা সবাই শুধুমাত্র একটি ভাষায় যোগাযোগ করতে চাই, তবে সেটি কোন ভাষা হবে ? সেটি হবে শরীরের ভাষা, দেহের ভাষা। জগতের আদি ও অকৃত্রিম, শ্বাশত ও সর্বজনীন ভাষা হলো দেহের ভাষা।
কালের পরম্পরায় দেহের আর শরীরের এই ভাষাকে শিল্পে সংজ্ঞায়িত করা হয় মূকাভিনয় বলে।
আজ ২২ মার্চ বিশ্ব মূকাভিনয় দিবস । সর্বকালের সেরা মূকাভিনেতা হিসেবে স্বীকৃত মার্সেল মার্সোর জন্মদিনকে সারা বিশ্বে আন্তর্জাতিক মূকাভিনয় দিবস হিসেবে পালন করা হয়।
বিশ্বখ্যাত এই শিল্পী ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টার্সবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয় চর্চা এবং মার্সোর নাম সমার্থক হয়ে ওঠায় তাঁর প্রয়াণের পরে এই দিনটিকেই আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করা হয়।
২০০৭ সালের ২২ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে মার্সেল মার্সোর জীবনাবসান ঘটে। নানান চড়াই-উৎরাই পেরিয়ে মূকাভিনয় শিল্পটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
Be First to Comment