ফুটবলের এই বিশ্বকাপে
—————————————
অশোক ব্যানার্জী
—————————————
আবার এলো বিশ্বকাপ
চাট্টিখানি কথা রে বাপ !
উত্তেজনায় ভাবছি মনে
শুরু হবে কতক্ষনে ।
দেখছি ম্যাচ আজ সরাসর
খেলছে “কাতার”,”ইকুয়েডর”।
এই মুহূর্তে, লিখছি যখন
ইকুয়েডর জিতছে তখন
দুই গোলেতে সরাসরি,
দু’টো গোলই চটকদারী !
আমার মনে উত্তেজনা
খেলবে কবে আর্জেন্টিনা !
মেসি এবার একটু চাপে ?
এবার শেষ বিশ্বকাপে !
এবার ব্রাজিল বিশ্বকাপের
বেশ দাবিদার, মস্ত মাপের ।
বেশ উৎসুক দেখতে এবার
কেমন এবার খেলেন নেমার ।
রোনাল্ডোর ও মস্ত চাপ
তার ওতো শেষ বিশ্বকাপ !
পারবে এবার পর্তুগাল ?
নয়ত তেমন শক্ত হাল ।
বিশ্বকাপ জিতবে কারা
বড়ই শক্ত বলতে পারা ।
ফুটবলের এই আসরে
ক’জন প্রেডিক্ট করতে পারে ?
তারচে’ ভালো খেলা দেখে
তৃপ্তি পাই মনের থেকে।
বিশ্বকাপ চলবে এখন,
বেশ কিছুদিন এই বিনোদন
নিয়েই আমি থাকবো মেতে
টেলিভিশনে রোজ রাতে ।
তোমরাও কি করবে তাই ?
বিশ্বকাপ রোজ দেখা চাই ।
Be First to Comment