বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৯ জুলাই, ২০২১। আগামী ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনে কণিকা বন্দোপাধ্যায়ের বাসভবন ‘আনন্দধারা’এর প্রাঙ্গণে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবং মোহর-বীথিকা অঙ্গনের উদ্যোগে হয়ে গেল বৃক্ষরোপণ উৎসব। উপস্থিত ছিলেন সুপ্রিয় ঠাকুর,শুভ্রা ঠাকুর, বীথিকা মুখোপাধ্যায়,রূপক সাহা, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়,ঋতপা ভট্টাচার্য,প্রিয়ম মুখোপাধ্যায় প্রমুখ।অনুষ্ঠানটি আগামী ৮ অগষ্ট মোহর-বীথিকা অঙ্গন এবং শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের ফেসবুক পেজে দেখা যাবে, সকাল ৯টায়।




বিশ্বকবির ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবং মোহর-বীথিকা অঙ্গনের উদ্যোগে হয়ে গেল বৃক্ষরোপণ উৎসব…….।
More from CultureMore posts in Culture »
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- শিল্প ও সংস্কৃতির উদযাপনে নতুন অধ্যায়ে কখুবি: লোগো, ওয়েবসাইট, থিম সং ও ভারতীয় পুতুলনাট্যের ই-বুক উন্মোচন….।
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।
- ব্যান্ডেল রাজহাটে লাহিড়ী বাবার অসাধারণ মন্দির….।






Be First to Comment