বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৯ জুলাই, ২০২১। আগামী ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনে কণিকা বন্দোপাধ্যায়ের বাসভবন ‘আনন্দধারা’এর প্রাঙ্গণে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবং মোহর-বীথিকা অঙ্গনের উদ্যোগে হয়ে গেল বৃক্ষরোপণ উৎসব। উপস্থিত ছিলেন সুপ্রিয় ঠাকুর,শুভ্রা ঠাকুর, বীথিকা মুখোপাধ্যায়,রূপক সাহা, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়,ঋতপা ভট্টাচার্য,প্রিয়ম মুখোপাধ্যায় প্রমুখ।অনুষ্ঠানটি আগামী ৮ অগষ্ট মোহর-বীথিকা অঙ্গন এবং শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের ফেসবুক পেজে দেখা যাবে, সকাল ৯টায়।




বিশ্বকবির ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবং মোহর-বীথিকা অঙ্গনের উদ্যোগে হয়ে গেল বৃক্ষরোপণ উৎসব…….।
More from CultureMore posts in Culture »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- NCSM Wins Prestigious CIMUSET Award for Science City Kolkata’s “On The Edge?” Climate Change Gallery….
- Magic, smiles and health tips light up Children’s Day celebration at Manipal Mukundapur…
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।






Be First to Comment