বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৯ জুলাই, ২০২১। আগামী ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনে কণিকা বন্দোপাধ্যায়ের বাসভবন ‘আনন্দধারা’এর প্রাঙ্গণে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবং মোহর-বীথিকা অঙ্গনের উদ্যোগে হয়ে গেল বৃক্ষরোপণ উৎসব। উপস্থিত ছিলেন সুপ্রিয় ঠাকুর,শুভ্রা ঠাকুর, বীথিকা মুখোপাধ্যায়,রূপক সাহা, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়,ঋতপা ভট্টাচার্য,প্রিয়ম মুখোপাধ্যায় প্রমুখ।অনুষ্ঠানটি আগামী ৮ অগষ্ট মোহর-বীথিকা অঙ্গন এবং শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের ফেসবুক পেজে দেখা যাবে, সকাল ৯টায়।
বিশ্বকবির ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এবং মোহর-বীথিকা অঙ্গনের উদ্যোগে হয়ে গেল বৃক্ষরোপণ উৎসব…….।
More from CultureMore posts in Culture »
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
Be First to Comment