নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬ ফেব্রুয়ারি ২০২৪। সাধারণত রহস্য ঘেরা ছবিতে গানের ব্যবহার খুবই কমই হয়, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক তুষার মজুমদার তাঁর নির্মিয়মান নতুন ছবি’ “বিশাল গড়ের আতঙ্ক” নামের ছবিতে দুটি গানের ব্যবহার করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি রবিবার লেক টাউনের স্টুডিও ওয়ার্ল্ডে নিশান শুভ্র’র কথায় ও সুরে “পূর্বদিকে সূর্য উঠে..” গানটি গাইলেন মুম্বাইর প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর ও কলকাতার শর্মিষ্ঠা ব্যানার্জী। রুদ্রাশীষ দত্ত সাউন্ড রেকডিস্ট র সহায়তায় ছবির অন্য গানটি গেয়েছেন শর্মিষ্ঠা ব্যানার্জী। ছবিতে অভিনয় করছেন দক্ষিন ভারতীয় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মানী, বর্ষীয়ান অভিনেতা বরুন চন্দ, শুভাশিস মুখার্জী, ভরত কল সহ অন্যান্যরা। তুষার মুভিজের ব্যানারে নির্মিত ছবিটি কলকাতা এবং পুরুলিয়ার বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক তুষার মজুমদার। ছবিটিতে চমক থাকবে বলে জানা গেছে।
বিশাল গড়ের আতঙ্ক” সিনেমার গান রেকডিং…

More from EntertainmentMore posts in Entertainment »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- উত্তম মঞ্চে অপরাজেয় অপরাজিতা….।
- দীক্ষামঞ্জরীর রূপং দেহি, জয়ং দেহি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে , দুর্গার রূপে ডোনা গাঙ্গুলি….।
More from MusicMore posts in Music »
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া : অভিষেক বসুর ছন্দযাত্রা তবলা মায়েস্ত্রো অভিষেক বসুর আমেরিকা সফর ২০২৫ — ছন্দ, অনুরণন ও সংযোগের সেতুবন্ধন…।
- পুজোর ঢাক (The Drum)…।
- যত ভাবি ভুলে যাব মন মানে না….।










Be First to Comment