নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ জানুয়ারি ২০২৪। “সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ” কাজী নজরুল ইসলামের এই গানের বাণী প্রতিফলন আবারও দেখা গেল গত ৬ই জানুয়ারী আগরপাড়ার বিবেকানন্দ হলের উপস্হিত সকলের মধ্যে। নানান সৃজনশীল নৃত্যের উপস্থাপনের মাঝেই নৃত্যপরিচালক মঞ্জুশা ঠাকুর তার ৩০ বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা,ক্যালকাটা কয়ারের ডঃ শম্ভু ভট্টাচার্যের কাছে নৃত্যশিক্ষার বেশ কিছু ভাবনা যেন তুলে ধরার চেস্টা করেছেন এদিনের বিশেষ প্রযোজনা ‘বেহুলার’মাধ্যমে।যদিও এর পরিচালনার সহযোগিতায় তার সুযোগ্যা কন্যা কোহিনূর সেন বরাটের সুযোগ্যা ছাত্রী সুতর্ষা ঠাকুরের ভূমিকা যথেষ্ট প্রশংসার দাবী রাখে। এক কথায় এদিনের অনুষ্ঠান টি গুরু কোহিনূর সেন বরাট ও শ্যামল মহারাজের উপস্হিতি তে গুরু সুজয় ঠাকুরের সমগ্র পরিচালনা টি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে সুজয় ঠাকুর ও সুব্রত ঠাকুরের ব্যবস্থাপনায়।
বিবেকানন্দ হলে সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ….।

More from CultureMore posts in Culture »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
Be First to Comment