গোপাল দেবনাথ: কলকাতা, ২৬ ডিসেম্বর, ২০২২। বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স এ আয়োজিত হলো কন্যাশ্রী কাপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। এই নামেই মেয়েদের ফুটবল লীগ অর্থাৎ কন্যাশ্রী কাপে (কলকাতা উইমেন’স ফুটবল লীগ ) অংশগ্রহণকারী “আদিবাসী ইউনাইটেড স্টুডেন্ট’স ক্লাব ” এর সাথে বালি গ্রামাঞ্চলের এর ম্যাচে জয়ী হয় আদিবাসী ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব। গত বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ফুটবলারদের সঙ্গে ছিলেন মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রাক্তনীদের নিয়ে গড়া সংগঠন “স্বজন” এর সম্পাদক ডাঃ বিশ্বজিৎ চন্দ ও আদিবাসী ইউনাইটেড স্টুডেন্টস ক্লাবের শীর্ষকর্তা রাজু ওঁরাও ।
বিশ্বজিৎ বলেন, আমাদের স্বজনের সঙ্গে আদিবাসী ইউনাইটেড স্টুডেন্টস ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সুসম্পর্ক রয়েছে ।
এই খেলায় আদিবাসী ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ৩ – ১ গোলে জয়ী হয়। ডাঃ বিশ্বজিৎ চন্দ অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। রাজু ওঁরাও বলেন আজকের দিনে কন্যাশ্রী রা যে ভাবে খেলার জগতে নিজেদের নিয়জিত করে বিশ্ব মঞ্চ থেকে পুরস্কার নিয়ে আসছেন সেটা আমাদের দেশের মান উজ্জ্বল করছে এবং গর্বিত করছে।
Be First to Comment