জন্মদিনে স্মরণঃ অগুস্ত রদ্যাঁ।
বাবলু ভট্টাচার্য : বিখ্যাত ফরাসি ভাস্কর অগুস্ত রদ্যাঁ। পৃথিবীর অন্যতম মহান ভাস্কর, একটি পুরো ভাস্কর প্রজন্মের পুরোধা, বিংশ শতাব্দীর বিমূর্ত ও নিরীক্ষামূলক ভাস্কর্যের পিতা এবং আধুনিক ভাস্কর্যের জনক অগুস্ত রদ্যাঁ ৷
তার কাজ উনিশ শতকের শেষ ভাগে শিল্পজগতে ব্যাপক প্রভাব ফেলে। বোজ আর্ট ধারার যুগপৎ অনুগামী ও বিরোধী এই ভাস্কর জটিল মানবমূর্তি নির্মাণে অদ্বিতীয় নৈপুণ্য দেখান যা তাকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাস্কর্য নির্মাণ ধারা থেকে স্বতন্ত্র উচ্চতায় নিয়ে যায় ।

কোনো প্রতিষ্ঠিত আর্ট স্কুলে পড়াশোনা না করলেও তিনি ছিলেন স্বশিক্ষিত। দশ বছর বয়সেই তিনি আঁকা-আঁকিতে ঝোঁকেন।
১৮৬৪ সালে তরুণী বয়ন শিল্পী রোজ বিউরেটের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তার সঙ্গেই জীবনের বাকি দিনগুলো কাটান। তাদের ঘরে এক পুত্রসন্তান জন্ম নেয়। সে বছরই তার প্রথম ভাস্কর্য প্রদর্শনীতে ঠাঁই পায়।
উনিশ শতকে শুধু পোট্রেটের কমিশন হিসেবেই তার বার্ষিক আয় হতো ২ লাখ ফ্রাঁ। তাঁর বিশ্বখ্যাত শিল্পকর্ম- দ্য থিংকার, দ্য কিস, গেট অব হেল উল্লেখযোগ্য ৷ মানবিক আবেগ ও চরিত্রের প্রতীক হিসেবে দুটি কাজের আবেদন (দ্য থিংকার ও দ্য কিস ) শিল্পকলাকে ছাড়িয়েও বিস্তৃত ৷
মানুষের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে তুলে ধরার মাধ্যমে রদ্যাঁ ভাস্কর্যের প্রাচীন ভূমিকাকে পুনরুদ্ধার করেছেন ৷ তিনি সনাতন প্যাটার্নের পুনরাবৃত্তি থেকে ভাস্কর্যকে মুক্ত করেছেন, যা বিংশ শতাব্দীর ভাস্কর্যে বিমূর্ততা সহ নানান নিরীক্ষার পথ খুলে দেয় ৷ তাঁর জনপ্রিয়তার একটি অন্যতম কারণ সাধারণ নর-নারীর আবেগমথিত রিপ্রেজেন্টেশন ও মানুষের ভেতরকার সৌন্দর্য ও উচ্ছ্বাস তুলে আনার ক্ষমতা

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর অগুস্ত রদ্যাঁ ১৯১৭ সালের ১৭ নভেম্বর ফ্রান্সের মকুকোনে মৃত্যুবরণ করেন ৷
ভাস্কর অগুস্ত রদ্যাঁ ১৮৪০ সালের আজকের দিনে (১২ নভেম্বর ) প্যারিসে জন্মগ্রহণ করেন।

Be First to Comment