গোপাল দেবনাথ : মন্মথপুর, ১৭ জানুয়ারি ২০২৩। বারানসী ও হরিদ্বারের আদলে এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গার শাখা নদী কালনাগিনী নদীবক্ষে শুরু হল সমবেত গঙ্গারতি।
এই দেশের প্রখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে পরপর তিন দিন গঙ্গা আরতির আয়োজন হয়েছিল গিরিরচক গ্রামের বাঁশতলা খেয়াঘাটে। শতশত ভক্তের উপস্থিতিতে পতিত পাবনি গঙ্গার মহিমা জনসাধারনের মধ্যে ছড়িয়ে দিতে পবিত্র তীর্থ ভূমি গঙ্গাসাগর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই অভিনব গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছিল।
সঙ্ঘের প্রাণপুরুষ পরমাত্মা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষকে পাথেয় করে একদিকে পবিত্র গঙ্গাসাগর তীর্থভূমি ও তীর্থযাত্রীকে সুরক্ষিত রাখতে শতশত স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের নিরলস সেবার সাথে সাথে কালনাগিনী নদীবক্ষে এই অভিনব আরতির সাথে ১২৮ জন মায়েরা পবিত্র গঙ্গাবক্ষে ১২৮টি ঘটে জল দিয়ে অভিষেক করেন। পরপর তিনদিন ধরে এই পবিত্র গঙ্গা আরতিতে এক হাজার একটি প্রদীপ প্রজ্জ্বলন করে গঙ্গায় ভাসানো হয়, ১২৮টি ধুনুচি ও ১২৮টি মশাল নিয়ে এই পবিত্র গঙ্গা আরতি করা হয়।
এই আরতি দর্শন করার জন্য কালনাগিনী নদীর উভয় তীরে ব্যাপক ভীড় হয়। এই উপলক্ষে তিনদিন ধরে বাঁশতলা বাজার কমিটি ও মন্মথপুর হিন্দু মিলন মন্দির কমিটির সহযোগিতায় প্রণব সংস্কৃতি মেলা শুরু হয়৷ এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যাত্রা ও বাউল গান অনুষ্ঠিত হয়৷
Be First to Comment