Last updated on October 2, 2022
সুধীর রঞ্জন মিত্র : বারাণসী, ১ অক্টোবর, ২০২২। আজ মহা ষষ্ঠী থেকে শুরু হওয়া শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে এই বিশাল কর্মযজ্ঞকে সুসম্পন্ন করার জন্য সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজীর নির্দেশনানুযায়ী সঙ্ঘের সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারীগণদের দায়িত্ব অর্পণ করা হয়।
বারাণসীর এই দুর্গাপূজা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রাণ পুরুষ সঙ্ঘ দেবতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ নিজেই প্রচলন করেন আজ থেকে ৯৪ বছর আগে ১৯২৮সালে।
সেখান থেকে প্রতি বছর সাড়ম্বরে আধ্যাত্মিক পরিবেশে নিষ্ঠা সহকারে শ্রীশ্রী মায়ের পূজারতি সহ গুরুমহারাজের ও পূজারতি হয়ে থাকে। বহু বছর ধরে চলে আসা এই দুর্গাপুজো কে কেন্দ্র করে বারাণসী বাসীদের উৎসাহ দেখা যায় নজরকাড়া।
সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সমগ্ৰ বারাণসীর বাঙালি সহ হিন্দু পরিবার।
Be First to Comment