গোপাল দেবনাথ : কলকাতা, ৪মে,২০২৫। প্রয়াত হলেন এই দেশের সব চেয়ে বয়স্ক ব্যক্তি বারানসীর স্বামী শিবানন্দ বাবা। এই প্রতিবেদকের সাথে ২০২১ সালের ২৭ নভেম্বর পরিচয় হয়েছিল দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। স্বামীজী এসে ছিলেন নিজের শরীরের চেকআপ করাতে। শরীরের সবকিছুই ঠিক ছিল। গত ৩ মে শনিবার রাত সাড়ে আটটায় বেনারস হিন্দু ইউনিভার্সিটির স্যার সুন্দর লাল হাসপাতালে এই মহান ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর পেয়ে তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে বয়স হয়ে ছিল ১২৯ বছর। স্বামীজীর জন্ম হয়েছিল বাংলাদেশের সিলেটে। জন্মে ছিলেন ৮ আগস্ট ১৮৯৬ সালে। ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। দেখেছিলাম অনুষ্ঠান প্রাঙ্গনে সষ্টাঙ্গে প্রনাম করতে। এতটাই ফিট ছিলেন স্বামী শিবানন্দ বাবা। মশলা ছাড়া খাবার নিজের হাতে তৈরি করে খেতেন। সারাজীবন ধরে যোগাভ্যাস করতেন।

তার বিশ্বজুড়ে ভক্তদের কথা ভেবে আজ ৪ মে রবিবার পর্যন্ত্য স্বামীজীর মরদেহ শায়িত থাকবে স্বামীজীর বেনারসের কবির নগরের আশ্রমে।
Be First to Comment