Press "Enter" to skip to content

বাবাসাহেব আম্বেদকর সহ গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ ,মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ,কাজী নজরুল ইসলাম, কৃত্তিবাস ওঝা , রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে অনুষ্ঠান….।

Last updated on August 5, 2025

Spread the love

নিজস্ব প্রতিনিধি : নব ব্যারাকপুর, ৪ আগস্ট , ২০২৫। নব ব্যারাকপুরে গত শনিবার ২ আগস্ট ২০২৫  বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনীষী বাবাসাহেব আম্বেদকর সহ গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ ,মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ,কাজী নজরুল ইসলাম, কৃত্তিবাস ওঝা ,রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এক উল্লেখযোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আম্বেদকর কালচারাল কলেজ, নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন ,নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুর শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বামী অত্রদানন্দ, ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস, ডঃ দীপা দাস ,অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল, জয়া বসু, দেবিকা বন্দ্যোপাধ্যায়, লীলাবতী বিশ্বাস এবং সম্পাদক দিলীপ বিশ্বাস । বিধায়ক এবং দলিত সাহিত্য একাডেমীর সভাপতি প্রখ্যাত দলিত সাহিত্যিক , সাহিত্য সম্রাট মনোরঞ্জন ব্যাপারী মনোজ্ঞ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন ডক্টর আশিস হীরা সহ-সভাপতি দলিত সাহিত্য একাডেমী। বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় । অধ্যক্ষ ডক্টর ইন্দ্রমোহন মন্ডল । প্রীতি রায় অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় ,ডক্টর শেখ কামালউদ্দিন অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ কলেজ ,ডাক্তার শ্যামল বিশ্বাস সি এম ও এইচ, শ্রী অশোক দাস সভাপতি ভারতীয় দলিত সাহিত্য একাডেমী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি , অধ্যাপক দীপক বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মন্ডল, আচার্য মনোরঞ্জন হালদার । সংগীত পরিবেশন করেন ইয়াসিন শেখ লোকসংগীত শিল্পী, বাউল গনেশ চন্দ্র রায় ।কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জয়া বসু ,দেবিকা বন্দোপাধ্যায় , মনীন্দ্র হালদার ,মনোজিৎ মল্লিক ,স্বপন নাথ ,অত্রি চক্রবর্তী, ফিরোজা বেগম ,সিরাজুল ইসলাম ঢালী ,ইউসুফ মল্লিক সম্পাদক প্রতিভার সন্ধানে ,ইউসুফ মোল্লা ,বিকাশ রঞ্জন বর ,বিমল পোদ্দার ,ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা ,ডক্টর নিশীদ রঞ্জন দাস অধ্যাপক , কানাইলাল বিশ্বাস বোম্বে ,মল্লিকা রায়, দশমিক পলাশ , ডক্টর কৌশিক হালদার ,খোকন চন্দ্র বালা ,দেবাশীষ বিশ্বাস, সোমনাথ ঘোষাল ,ওরিপ্রিয়া বসু , সাংবাদিক ব্যোমকেশ মজুমদার নগরের কথা সাংবাদিক সমীর দাস , রাজেন্দ্র তেওয়ারি ,পিনাকেশ রায় সম্পাদক অগ্রদূত সংঘ ,অভিজিৎ বিশ্বাস বিখ্যাত মিউজিসিয়ান ,অজয় কুমার রায়,বিজন হাজরা শিবু সৌম্য বিশ্বাস নরেনদার চৌহান কুলদীপ জোশি মিলন মন্ডল সরার হাওলাদার বি শেখর অলিপ্রিয়া বসু সোমনাথ ঘোষাল মাসুদরেজা ডক্টর শাহনওয়াজ খান পলাশ হালদার সহ দুই শতাধিক বিশিষ্ট সমাজসেবী কবি সাহিত্যিক সংগীত শিল্পী উপস্থিত ছিলেন।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.