নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২ এপ্রিল, ২০২৫। ভারতরত্ন বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্মজয়ন্তী পালিত হল এসপ্ল্যানেড ইস্ট আয়কর ভবনে অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস.সি,এস.টি এমপ্লয়িস অ্যাসোসিয়েশন (ITSEWA), ওয়েস্ট বেঙ্গল ইউনিটের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন এস.সি,এস.টি কল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপারসন ফাগন সিং কুলাস্তে।
উপস্থিত ছিলেন আয়কর বিভাগের পশ্চিমবঙ্গ ও সিকিম বিভাগের প্রিন্সিপাল চিফ কমিশনার নীরজ কুমার।
অনুষ্ঠানে ডঃ আম্বেদকরের জীবন ও কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুস্নাত দাশ ও একাডেমী অনুবাদক পুরস্কার প্রাপক বাসুদেব দাস।
ফাগন সিং কুলাস্তে বলেন, বাবাসাহেব আম্বেদকর মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে,গরীব ও পিছিয়ে পড়া মানুষের কল্যানে মানুষকে সংগঠিত করে এগিয়ে যেতে বলেছিলেন। বাবা সাহেবের ভাবনা ও আদর্শ বর্তমান সমাজ ব্যবস্থায় এখনো ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকের দিনে দাঁড়িয়ে বাবা সাহেবের আদর্শে মানুষের কল্যানে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বাবাসাহেবের আদর্শকে পাথেয় করে এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে বীরভূমের কাপাসটিকুরি গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মিশন ট্রাস্টের কর্ণধার দয়ানন্দময়ী মাতাজীর হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। যিনি আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ মেয়েদের প্রথাগত ও কারিগরি শিক্ষার সাথে তাদের নানান সংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় ব্রতী হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়কর বিভাগের প্রিন্সিপাল কমিশনার সঞ্জয় আইবরা এবং সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার।
বাবাসাহেব আম্বেদকরের আদর্শে বিরভূমের পিছিয়ে পড়া স্কুলকে আর্থিক অনুদান…..।

More from CultureMore posts in Culture »
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
- Sad demise of Dr. Saroj Ghose, Founding Director General, NCSM….
More from InternationalMore posts in International »
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরার দিনেই রক্তদান
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
Be First to Comment