নিজস্ব প্রতিনিধি : সাগরদীঘি, ১ নভেম্বর ২০২৪। বাংলার বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি মরহুম জনাব বাবর আলী বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে সাগরদিঘিতে মেগা রক্তদান শিবির ও অ্যাম্বুলেন্স প্রদান, শীত বস্ত্র বিতরন।।
প্রয়াত শিল্পপতি বাবর বিশ্বাসের স্মৃতিতে বুধবার জীত চ্যারিটেবল সোসাইটি ও সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে এলাকার মানুষের সুবিধার্থে অ্যাম্বুলেন্স প্রদান, স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ করা হয়। সাগরদীঘীতে এক অনুষ্ঠানে এই সব পরিসেবার উদ্বোধন করেন বহরমপুরের সাংসদ তথা ক্রিকেটার ইউসুফ পাঠান। উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান, সুতির বিধায়ক ইমানী বিশ্বাস, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বিধায়িকা সাবিত্রী মিত্র, বিধায়িকা চন্দনা সরকার, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, বিধায়ক নিয়ামত, বিধায়ক সাহিনা মমতাজ, বিধায়ক রবিউল আলম, বিধায়ক আশীষ মার্জিত,মুর্শিদাবাদ ভারত সেবাশ্রম সংঘের সন্নাসী মহারাজ কার্তিক মহারাজ, আদ্যাপীঠের মুরাল ভাই, ইসলাম ধর্মগুরু জনাব জয়নুদ্দীন মাওলানা সহ খানকা সরিফের বড় হুঁজুর সাহেব ও ইমাম মোয়াজ্জেমরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুলের ফাদার ,বিধায়ক বাইরন বিশ্বাসের দুই ভাই মিল্টন বিশ্বাস। নিপনজিত বিশ্বাস সহ বিশ্বাস পরিবারের সকল সদস্যবৃন্দ। এদিনের মেগা রক্তদান শিবিরে প্রায় ১৫০০ ইউনিট রক্ত সংগ্রহ হয়। দুঃস্থ ব্যক্তির দের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।।এছাড়া এলাকার মানুষের সুবিধার্থে বিধায়ক বাইরন বিশ্বাস একটি এম্বুলেন্স তুলে দেন স্থানীয় একটি সংস্থার হাতে।।তবে এই প্রথমবার নয় বিধায়ক সাহেবের মানবিক উদ্যোগ এর আগেও দেখা গিয়েছে। তিনি বিভিন্ন জায়গায় সমাজসেবা মূলক কাজ করেছেন এবং তার পরিবার সবসময় নিজেদেরকে সমাজসেবা মূলক কাজে নিয়োজিত করে রেখেছেন।।২০২১ সালে দা O২ হাসপাতালের আয়োজনে সামশেরগঞ্জে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস। তবে তিনি রাজনীতিতে তখন পদার্পণ করেননি। এবং সেই রক্তদান শিবিরে ৫৭০০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছিল। এছাড়াও রক্ত সংগ্রহের আয়োজন না থাকার জন্য প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার রক্তদাতা রক্ত না দিয়েই ফেরত গিয়েছিলেন।
বিধায়ক বাইরন বিশ্বাস বারংবার মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং পাশে থেকেছেন। তবে এদিনের মেগা রক্তদান শিবিরে বিধায়ক বায়রন বিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ধন্যবাদ জানান সংসদ ইউসুফ পাঠান।
বিধায়ক মদন মিত্র বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাবার স্মৃতির উদ্দেশ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ কাজ খুবই প্রশংসনীয়।বাইরন বিশ্বাস বলেন,ছোটো থেকেই বাবাকে দেখেছি সব সময় মানুষের পাশে থাকতে এবং মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। বাবার সেই আদর্শকেই পাথেয় করে সারা জীবন এগিয়ে যেতে চাই। সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বাবার স্মৃতিতে এম্বুলেন্স দান করলেন বিধায়ক বাইরন বিশ্বাস….
More from CultureMore posts in Culture »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
More from InternationalMore posts in International »
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
More from PoliticalMore posts in Political »
- All India Council for Technical Education (AICTE) & Ministry of Education Innovation Cell organises Innovation Design and Entrepreneurship Boot camp at Sister Nivedita University on 29th & 30th November 2024…..
- নিজেকে ভালবাসো নিজেকে ঈশ্বরের সন্তান ভাবো…।
- সরকার গড়বে কারা ? ইন্ডিয়া না এন ডি এ, সরকার গড়া হলে বুঝবো শেষে গিয়ে….।
- সপ্তম ও শেষ দফার লোকসভা ভোট শেষ হলো ফলাফল ৪ তারিখ….।
- মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার নেতাজি মূর্তি থেকে স্বামী বিবেকানন্দ’র বাড়ি পর্যন্ত র্যালি তে অংশগ্রহণ করলেন…।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুবিশাল র্যালি উত্তর কলকাতায় নেতাজী হয়ে বিবেকানন্দ’র বাড়ি….।
Be First to Comment