Press "Enter" to skip to content

বাণী বসু তাঁর আত্মকথায় লিখেছেন- ‘… অনেকেই প্রশ্ন করেন আমি নারীবাদী কিনা বা এই নারীবাদ দ্বারা কতটা প্রভাবিত….।

Spread the love

শু ভ জ ন্ম দি ন বা ণী ব সু

বাবলু ভট্টাচার্য : আশির দশক থেকেই সাড়া জাগানো জনপ্রিয়তার অধিকরিণী বাণী বসু। তিনি প্রবন্ধ লেখেন। অনুবাদও করেন। একাধিক সাহিত্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

বাণী বসু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে এম এ পাশ করেন। প্রথম গল্প আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১তে। প্রথম উপন্যাস ‘জন্মভূমি মাতৃভূমি’ প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭ সালে। কিন্তু তার আগেই তাঁর অনেক অনুবাদ প্রকাশিত ও আদৃত হয়েছে। তাঁর উল্লেখ্য অনুবাদগুলি হল : শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ, সমারসেট মমের সেরা প্রেমের গল্প, এইচ ডি লরেন্সের সেরা গল্প।

বাণী বসু তাঁর আত্মকথায় লিখেছেন- ‘… অনেকেই প্রশ্ন করেন আমি নারীবাদী কিনা বা এই নারীবাদ দ্বারা কতটা প্রভাবিত। বলে রাখি, আমি কিন্তু কোনো ইজম-এ বিশ্বাসী নই। আমি নিজে একজন নারী, তাই সমাজে তাদের অবস্থান, দুঃখ-যন্ত্রণাটা চোখে পড়ে বেশি। পুরুষরাও মেয়েদের কথাই লেখে কিন্তু কার্যক্ষেত্রে স্থান দেয় না।’

পুরস্কার :
তারাশঙ্কর পুরস্কার, আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার।

কয়েকটি বিখ্যাত উপন্যাস : জন্মভূমি মাতৃভূমি, মৈত্রেয় জাতক, অন্তর্ঘাত, কিনার থেকে কিনারে, উত্তরসাধক, পঞ্চম পুরুষ, বৃত্তের বাইরে, রাধানগর, কাক জ্যোৎস্না, একুশে পা, অশ্বযোনি, ফেরো মন, অষ্টম গর্ভ ।

বাণী বসু ১৯৩৯ সালের আজকের দিনে (১১মার্চ) কলকাতায় জন্মগ্রহণ করেন।

More from BooksMore posts in Books »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.