অনিকেত দেবনাথ : বাজিতপুর, ১৬ এপ্রিল ২০২৩।উত্তর ২৪ পরগনার বাজিতপুরে আদিবাসী কল্যানের উদ্যেশ্য ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের আদিবাসী কল্যান কেন্দ্র। বাংলাদেশ সীমানা থেকে একটু দূরে ইছামতি নদীর তীরে এই আশ্রমেই নির্মিত হল ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজের একটি সুবিশাল মন্দির ও উপাসনাগৃহ । ভারত সেবাশ্রম সঙ্ঘের অষ্টম সভাপতি শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজ নব নির্মিত মন্দিরের দ্বারঘাটন করলেন।
উপস্থিত ছিলেন বাজিতপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী অঙ্গিরানন্দ মহারাজ, সঙ্ঘের সন্নাসী স্বামী দিব্যানন্দ, স্বামী পুরুসত্তমানন্দ, স্বামী দিব্যাজ্ঞানানন্দ এবং স্বামী সংঘাত্মানন্দ। এই মহতী কাজের জন্য এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
Be First to Comment