সায়ন দেবনাথ : কলকাতা, ২ এপ্রিল, ২০২৫। গত ২০ মার্চ থেকে ২৩ মার্চ কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল ১১ তম “সুতানুটি ডকুমেন্টারি এন্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল – ২৪-২৫। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু উদীয়মান নবাগত এবং অভিজ্ঞতা সম্পন্ন পরিচালকের তৈরি ছোট ছবি ও তথ্যচিত্র প্রতিযোগিতায় জায়গা করে নেয়। শুধুমাত্র প্রতিযোগিতামূলক ছবির সংখ্যা ছিল ৬৫টি। এর মধ্যে থেকে বিচারকমণ্ডলীর বাছাই করা মোট ৬০টি ছবি দিল্লি সেন্সরবোর্ড এর অনুমতির জন্য পাঠানো হয়। দিল্লি সেন্সরবোর্ড ৪৫টি ছবি নন্দন- ৩ প্রেক্ষাগৃহে প্রদর্শন করার ছাড়পত্র দেয়। দীর্ঘ ৭/৮ মাস ধরে নানান প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সুতানুটি শর্ট ফিল্ম ফেষ্টিভ্যালের সম্পাদক অজয় বরণ দে এর অক্লান্ত পরিশ্রমের জন্যই এই ফেষ্টিভ্যাল করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ফেষ্টিভ্যালে চেয়ারপারসন সমীরণ চক্রবর্তী এবং প্রেসিডেন্ট অর্নিবান সামন্ত বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন এই উৎসবটিকে চূড়ান্তভাবে সফল করতে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির আসন অলংকৃত করে প্রেক্ষাগৃহের প্রবেশ দ্বারের লালফিতে কেটে দ্বারদঘাটনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্বনামধন্য সিনেমা বিশেষজ্ঞ অজয় সেনগুপ্ত। (উৎসব ডিরেক্টর অফ সিনেমাথেক কলকাতা )।
এছাড়াও এই চার দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – স্বনামধন্য চিত্রকর অমিতাভ সেনগুপ্ত,ডাঃ প্রদীপ মিত্র, সাংবাদিক ও পরিচালক ঋতব্রত ভট্টাচার্য্য, প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি, অরোরা ফ্লিমসের বর্তমান কর্নধার -অঞ্জন বসু, ফ্যাশন ডিজাইনার কলকাতার ব্র্যান্ড তাসাম ফ্যাশন ষ্টুডিও’র কর্নধার- প্রমিত মুখার্জ্জী, অভিনেত্রী -সুচরিতা চক্রবর্তী মুখার্জি, ইমেজ ক্রাফ্ট ফটোগ্রাফি অ্যাকাডেমির কর্নধার-শংকর দাস, ইন্দুভূষন দাস,অর্নব সাহা, সাংবাদিক ও পরিচালক বিপ্লব চৌধুরী সহ সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান মঞ্চে সুতানুটির পক্ষ থেকে গুণীজনদের ১১তম’সুতানুটি অনন্য সম্মান সহ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ ছাড়াও যে ৪৫ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র নিয়ে,”ঋত্বিক ঘটক ও দেবকুমার ঘোষ সিনে স্মারক সম্মাননা প্রতিযোগিতা করা হয়।
সেই প্রতিযোগিতায় শর্টফিল্ম বিভাগ থেকে -প্রথমস্থান অর্জন করে – স্নেহা সরকার পরিচালিত ছবি “এ স্লাইস অফ লাইফ “তথ্যচিত্র-সত্যজিৎ দাসগুপ্তে “-আম আটির পাঁচালি” দ্বিতীয় স্থান অর্জন করে -তিতাস চক্রবর্তী’র ছবি ” কালার দি ক্লাউড”তথ্যচিত্র -কৌশিক ঘোষের ডকুফিচার ছবি “অবিনশ্বর এবং তৃতীয় স্থান অর্জন করেন সৌম্য মিত্রের ছবি-রাখতে যদি আপন ঘরে এবং”তথ্যচিত্র -আবির বসুর চ্যাপলিন আটিষ্ট & অরিওর ( ৬টি ছবির বিশেষ প্রর্দশন করা হয় -শঙ্খদীপ চক্রবর্তী’র-” ঐশানী “, রাহুল বিশ্বাস পরিচালিত-” অস্তরাগ “, ধনঞ্জয় মন্ডল পরিচালিত-” বিড়ম্বনা “, শ্রীলেখা মুখাজ্জী ও কে.জি.দাস পরিচালিত -” অন-লাইন “,দীপ বিশ্বাস পরিচালিত ” কালরাত্রি”,পোচন সর্দার পরিচালিত-” ব্যাথা “,শ্যামাশ্রী চ্যাটার্জ্জী – পরিচালিত – ডকুমেন্টারি ছবি-” ইমব্যালেন্স”। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহিনী চক্রবর্তী।
অজয় বরণ দে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন যারা বিভিন্নভাবে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন তারা হলেন “সুপার প্লাই -লাক্সারী ভিনিয়র”*ইমেজ ক্রাফ্ট “* ব্র্যান্ড তাসাম ফ্যাশন ষ্টুডিও “* এবং মিনু ফ্যাশন ” অলিভিয়া দে, অনিতা দে, গোপাল বিশ্বাস, সৌম্য সরকার,নীহার মজুমদার, সজল দাস, গৌতম রায় চৌধুরী, গৌতম দেবনাথ, নান্টু রায়, অর্ঘ্য সরকার কৌশিক ঘোষ ও আরো অনেকে । সর্বশেষ যাদের সহযোগিতা না পেলে অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভবপর হতো না তারা হলেন-ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং নন্দন কর্তৃপক্ষ। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, আবার দেখা হবে আগামী আগস্ট মাসে ১২ তম”সুতানুটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ও স্বপ্ল দৈর্ঘ্যের ছবির উৎসবে।
Be First to Comment