Last updated on May 5, 2022
গোপাল দেবনাথ : কলকাতা, ৪ মে ২০২২। শ্রী মহাপ্রভু এবং গৌড়ীয় মিশন এর বর্তমান আচার্য শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের আধ্যাত্বিক প্রেরণায় প্রতিবছরের মতো এ বছরও সাড়ম্বরে পালিত হচ্ছে চন্দনযাত্রা মহোৎসব। আজ শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্ন বাগবাজার গৌড়ীয় মিশনে শুরু হওয়া এই উৎসব আগামী ২৪ শে মে পর্যন্ত চলবে।
কথিত আছে সত্যযুগে প্রভু শ্রী শ্রী জগন্নাথদেব পুরী রাজা ইন্দ্রদ্যুম্ন কে অক্ষয় তৃতীয়ার তিথিতে চাঁদ শ্রীবিগ্রহ চন্দন লেপন করতে আদেশ দিয়েছিলেন। এর পরবর্তীকালে কলিযুগে রাজস্থান নিবাসী শ্রী গিরিধারী গোপাল শ্রীমৎ মাধবেন্দ্র পুরী (যিনি মহাপ্রভুর গুরু শ্রী ঈশ্বরপুরী গুরু ছিলেন) কে এই চন্দন যাত্রা উৎসব করতে আদেশ প্রদান করেন। সেই থেকে প্রতিবছর অক্ষয় তৃতীয়া তিথি থেকে পরবর্তী ২১ দিন এই চন্দন যাত্রা পালিত হয়ে আসছে। এই ২১ দিন শ্রীবিগ্রহ কে নিত্য নতুন বেশে সজ্জিত করা হয় এবং এই উৎসবকে ঘিরে বহু ভক্ত সমাগম পূজা পাঠ হয়ে থাকে।
শ্রীবিগ্রহ দর্শনের সময় সন্ধে ছটা থেকে রাত নটা পর্যন্ত। কথিত আছে যিনি এই সময় শ্রীকৃষ্ণকে চন্দন দান করেন ও ভক্তিপূর্ণ চিত্তে দর্শন করেন তাঁর গোলক প্রাপ্তি হয়ে থাকে।
Be First to Comment