Press "Enter" to skip to content

বাংলা সাহিত্যে সম্ভবত সর্বপ্রথম ক্রিকেট নিয়ে গ্রন্থ রচনা করেন বিনয় কুমার মুখোপাধ্যায়। বাংলার পাঠকসমাজে তিনি “যাযাবর” নামে অধিক পরিচিত………..।

Spread the love

জন্মদিনে স্মরণঃ বিনয় কুমার মুখোপাধ্যায় (যাযাবর)

বাবলু ভট্টাচার্য : বাংলা সাহিত্যে সম্ভবত সর্বপ্রথম ক্রিকেট নিয়ে গ্রন্থ রচনা করেন বিনয় কুমার মুখোপাধ্যায়। বাংলার পাঠকসমাজে তিনি “যাযাবর” নামে অধিক পরিচিত। “যাযাবর” হল বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বিনয় কুমার মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, গীতিকার এবং সাংবাদিক।

পিতার নাম ফণীভূষণ মুখোপাধ্যায় এবং মাতার নাম মনোরমা দেবী।

বিনয় মুখোপাধ‍্যায় চাঁদপুরের জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, সেন্ট পলস কলেজ থেকে আই. এ. এবং বঙ্গবাসী কলেজ থেকে বি. এ. পাশ করেন। সেই সময় তিনি কয়েকটি সঙ্গীত রচনা করেছিলেন। সুরসাগর হিমাংশু দত্ত সুরারোপিত তার সঙ্গীতের রেকর্ডের তালিকা ছ’টি। কাজের প্রয়োজনে দিল্লি গমন করা এবং হিমাংশু দত্তের অকাল প্রয়াণে এই সাহিত্যিকের গীতিকার জীবনের সমাপ্তি ঘটে।

তিনি যুগান্তর পত্রিকায় সাংবাদিক হিসাবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এই পত্রিকায় তিনি ‘শ্রীপথচারী’ ছদ্মনামে রাজনৈতিক কলম লিখতেন। চাকরিজীবনে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন এবং পরে প্রেস কাউন্সিলের সচিব হয়েছিলেন । এই পদ থেকেই বিনয় কুমার মুখোপাধ্যায় অবসর গ্রহণ করে কর্মজীবন শেষ করেন।

তিনি কর্মজীবনেই সাহিত্য রচনা আরম্ভ করেন। ‘যাযাবর’ ছদ্মনামে রচিত এই স্বণামধন্য সাহিত্যিকের প্রথম উপন্যাস ‘দৃষ্টিপাত’ ১৯৪৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি প্রকাশিত হওয়া মাত্রই বাঙালি পাঠকমহলে একটা আলোড়নের সৃষ্টি হয়। গ্রন্থপ্রেমীদের মধ্যে এই উপন্যাসটি পড়েন নি এমন বাঙালি সেই সময় খুঁজে পাওয়া কঠিন ছিল।

‘দৃষ্টিপাত’ উপন্যাসটি তাকে এতই জনপ্রিয়তা দান করে যে শোনা যায়, সেই সময় তরুণ-তরুণীদের প্রেমপত্রে তার লেখার উদ্ধৃতিগুলি ব্যবহার হতো।

ছোটগল্প ও উপন্যাস মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা ছয়। এই গ্রন্থগুলি হলঃ ‘দৃষ্টিপাত’, ‘জনান্তিক’, ‘ঝিলম নদীর তীরে’ (কাশ্মীরে হানাদারদের আক্রমণ নিয়ে রচিত এই গ্রন্থ), ‘লঘুকরণ’, ‘হ্রস্ব ও দীর্ঘ’ এবং ‘যখন বৃষ্টি নামলো’।

‘দৃষ্টিপাত’ বই আকারে প্রকাশিত হওয়ার আগে মাসিক বসুমতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। ১৯৫০ সালে সমকালীন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে ‘দৃষ্টিপাত’ দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বারা নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হয়। ১৯৬০ সালে ‘দৃষ্টিপাত’ উপন্যাসটির হিন্দী অনুবাদ প্রকাশিত হয়। পরবর্তীকালে অন্যান্য কয়েকটি ভাষাতেও এই উপন্যাসটি অনুদিত হয়েছে।

বাংলা ভাষায় ক্রিকেট নিয়ে এই জনপ্রিয় সাহিত্যিকের রচিত দুইটি গ্রন্থ ‘খেলার রাজা ক্রিকেট’ এবং ‘মজার খেলা ক্রিকেট’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

নিজের সাহিত্যকীর্তির জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন ।

২০০২ সালে ২২ অক্টোবর বর্তমান দিল্লি শহরে এই খ্যাতনামা সাহিত্যিকের মৃত‍্যু হয়।

বিনয় কুমার মুখোপাধ্যায় ১৯০৮ সালের আজকের দিনে (১০ জানুয়ারি) বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.