সুরনন্দন ভারতীর সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ১৪ জুন ২০২৩। বাংলা গান নিয়ে চর্চা প্রায়শই হয় । স্বর্ণযুগের শিল্পীরা গানের মধ্যে দিয়ে কিভাবে সুরের পথকে অগ্রসর করেছেন সে সম্পর্কে বর্তমান প্রজন্মের শিল্পীরা তাদের পথকে অনুসরণ করে এগিয়ে চলেছে। বাংলা গানের বিবর্তন প্রসঙ্গে সুরনন্দন ভারতী ইন্দুমতী সভাগৃহে এক আলোচনা সভার আয়োজন করে ।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী। বিশদভাবে আলোচনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ গৌতম নাগ।
সঙ্গীত পরিবেশন করেন চিন্ময় দেব, মৌমণ ঘোষ এবং নিভা ব্যানার্জীর পরিচালনায় খোয়াই সঙ্গীত নিকেতনের ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বাংলা গান নিয়ে ‘রা’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। পত্রিকায় লিখেছেন মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়, মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়, কার্ত্তিক চন্দ্র মণ্ডল, ঋতীশ রঞ্জন চক্রবর্তী, রাজ্যেশ্বর মিত্র, সঙ্গীতা প্রামাণিক ও জয়ন্ত রায় সহ বিশিষ্টজন।
Be First to Comment