Press "Enter" to skip to content

বাংলাদেশে সম্মানিত এপার বাংলার প্রাবন্ধিক কবি ধনঞ্জয় বন্দোপাধ্যায়

Spread the love

পারিজাত মোল্লা

বাংলাদেশে কবি রজনীকান্ত সেন পদকে সম্মানিত এপার বাংলার কবি প্রাবন্ধিক সাংবাদিক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশে সম্মানিত হলেন এপার বাংলার সাংবাদিক প্রাবন্ধিক কবি ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তাঁকে রজনীকান্ত সেন স্মারক সম্মান দেয় বাংলাদেশ কবিতা সংসদ। রবীন্দ্রনাথ নজরুল ছাড়াও আরো অনেক কবি সাহিত্যিক দুই বাংলার মতোই জনপ্রিয়। এঁদের মধ্যে কবি রজনীকান্ত সেন অন্যতম। কবি ও গীতিকার রজনীকান্ত সেন ছিলেন পাবনা জেলার মানুষ। বাংলাদেশ প্রেসক্লাব ভিআইপি হলে মিলনায়তনে এই নভেম্বর মাসের ৭থেকে- ৯ তারিখ পর্যন্ত তিনদিনের আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সংস্কৃতি সম্মেলন হয়। অনুষ্ঠানে পাবনা জেলাশাসক কবির মামুদ, ডেপুটি পুলিশসুপার গৌতম কুমার বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন আবু জাফর, মাছরাঙ্গা টিভির সিনিয়র রিপোর্টার উৎপল বিশ্বাস, কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার ছাড়াও বাংলাদেশের শতাধিক কবি-সাহিত্যিক ও পশ্চিমবঙ্গ ভারত থেকে ৩০ জনের কবির অংশগ্রহণ করেন। সাহিত্য সংগঠন হিসাবে দুই পা বাংলার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন পূর্ব বর্ধমান জেলার এরুয়ার গ্রামবাসি ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। গুসকরা থেকে তিনি ৩৩ বছর ধরে নিয়মিত ‘কামদুঘা’ সংবাদপত্র পত্রিকা সম্পাদনা ও প্রকাশনা করে চলেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন দুটি লিটিল ম্যাগাজিন সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। প্রথম শ্রেণীর পত্রিকায় সংবাদ ছাড়াও নানান ঐতিহাসিক পুরাতত্ত্ব লোক সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ প্রকাশ হয় তাঁর। দুই বাংলার সাহিত্য সংস্কৃতি মিলনে মেলবন্ধনে কাজ করছেন তিনি। ফেসবুক চালু হওয়ার অনেক আগে থেকেই তাঁর এই সাহিত্য সেতুর কাজ চলছে। তাঁর সম্পাদিত পত্রিকা বাংলাদেশ বহু কবির লেখা নিয়মিত প্রকাশিত হয় এবং সাহিত্য সম্মেলনে বাংলাদেশের ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের মানুষ সাহিত্য সভায় যোগদান করেন। এর আগেও তিনি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মানিত হয়েছেন। বছর খানেক আগে মঙ্গলকোটের কুমুদ সাহিত্য মেলা কমিটি কুমুদ রত্ন সম্মান দেয় তাঁকে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *