Press "Enter" to skip to content

বাংলাদেশে “ওরা ১১ জন” : চলচ্চিত্র মুক্তির ৫১ বছর আজ….।

Spread the love

“ওরা ১১ জন” : চলচ্চিত্র মুক্তির ৫১ বছর আজ

বাবলু ভট্টাচার্য : স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭২ সালের ১১ আগস্ট ছবিটি মুক্তি পায়। সোহেল রানা প্রযোজিত এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ঐতিহাসিক এই ছবিটি মুক্তির ৫১ বছর আজ।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ দেখানো হয়েছে।

ছবিটির পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু।

‘ওরা ১১ জন’ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সংগীত- ‘ও আমার দেশের মাটি’, ‘কাঁদিস না মা’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’- গানগুলোর মাধ্যমে যুদ্ধজয়ের পর দেশের জন্য মানুষের যে ত্যাগ সে আবহ ফুটে ওঠে।

১৯৭২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রটি।

পরিচালকঃ চাষী নজরুল ইসলাম।
প্রযোজকঃ মাসুদ পারভেজ।
কাহিনিঃ আল মাসুদ।

অভিনয়েঃ খসরু/ রাজ্জাক/ শাবানা/ নূতন/ সৈয়দ হাসান ইমাম/ আলতাফ/ মুরাদ/ নান্টু/ বেবী/ আবু।

সুরকারঃ খোন্দকার নুরুল আলম।
চিত্রগ্রাহকঃ আবদুস সামাদ।
সম্পাদকঃ বশির হোসেন।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.