বি শ্ব শ র ণা র্থী দি ব স আ জ
বাবলু ভট্টাচার্য : আজ ২০ জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস (World Refugee Day)। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী ২০০১ সাল থেকে প্রতিবছর ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালন করা হয়।
বিশ্বব্যাপী শরণার্থীদের দুঃখ-দুর্দশায় বিশ্ব জনমত গঠন ও তাদের এই অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাষ্ট্র ও সরকারকে উদ্বুদ্ধ করাই দিবসটির মূল লক্ষ্য।
রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) -এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বে প্রায় সাড়ে ছ’কোটি মানুষ শরণার্থী হিসাবে জীবন-যাপন করছে।
আর ভূ-মধ্যসাগরে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে ১০ লাখেরও বেশি শরণার্থী। আর এই সাগর পাড়ি দেয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষ। সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী নিয়ে তোলপাড় হয়েছে বিশ্ব৷
বিশ্বে প্রতি ১১৩ জনে ১ জন মানুষ বাস্তুচ্যুত৷ সুদান, সিরিয়া, ইরাক, কলম্বিয়া- এইসব দেশগুলোতে অভ্যন্তরীণ যুদ্ধের কারণে প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ৷
রোহিঙ্গা সম্প্রদায়কে ঘিরে মিয়ানমারে সংকট ঘনীভূত।
Be First to Comment