অশোক ব্যানার্জী : কলকাতা।
১লা জানুয়ারি, ১৮৮৬ সাল
ঈশ্বর কল্পতরু হয়েছিলেন এই দিন
শ্রীরামকৃষ্ণ দেব রূপে !
বরাভয় মুদ্রায় হাত তুলে
বলেছিলেন, চৈতন্য হোক তোমাদের !
আনন্দে থেকো সবাই, ভাল থেকো।
ঈশ্বর চিন্তায় নিজেদের ব্যস্ত রেখো ।
সেই আশীর্বাণী ছিল গৃহী ভক্তদের জন্য!
আমরা পরবর্তী প্রজন্ম
বোধহয় ঠাকুরের এই বাণী
উপলব্ধি করতে পারি নি ঠিক মত
তাই আজও নানান দুঃখ কষ্ট যত
বহন করতে হচ্ছে আমাদের
আমরা তাই মর্মাহত বড়
জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব
আমাদের অক্ষমতা ক্ষমা করো।
Be First to Comment