নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ ডিসেম্বর, ২০২৩। বরানগর ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ১০ ডিসেম্বর রবিবার পালিত হল ওয়ার্ড অফিস বিদ্যায়তন সরণিতে। প্রায় ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন এবং বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষার শিবির আয়োজিত হয়।
এছাড়া ছিল অঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিবন্ধীদের তৈরি হস্তশিল্প প্রদর্শনী। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ,বিধায়ক তথা বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় , বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বরানগর পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পাল। উপ পৌরপ্রধান .দিলীপ নারায়ণ বসু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়ার্ডের সভাপতি তথা আইনজীবী তনেন বন্দ্যোপাধ্যায় বলেন সারা.বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এই ওয়ার্ডে বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকি এবং আগামী দিনে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আমরা এই ওয়ার্ডকে সাজিয়ে তুলবো। এই সামাজিক অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যায়। এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বৈশালী বাসু। আহ্বায়ক ছিলেন নারায়ণ খেটো। ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দরা এই অনুষ্ঠানে সহযোগিতা করেন।
ছবি সুবল সাহা
Be First to Comment