নিজস্ব প্রতিনিধি : বরানগর, ২৫ জুলাই, ২০২৪। পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের সহযোগিতা বরানগরের মাননীয়া বিধায়িকা শ্রীমতি সায়ন্তিকা ব্যানার্জি’র উদ্যোগে এবং বরানগর ক্লাব সমন্বয়ের ব্যবস্থাপনা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিধায়িকা সায়ন্তিকা বলেন আগামী শনিবার ২৭ জুলাই থেকে বরানগর এর সমস্ত ক্লাব প্রতিষ্ঠানকে পাঁচটি করে গাছ দেওয়া হবে এবং সেই ক্লাবকে তখনই পুরস্কৃত করা হবে যদি এই গাছগুলো সুন্দরভাবে এবং যত্ন সহকারে বড় করতে পারলে আগামী দিনে পুরস্কৃত করা হবে। বরানগর পৌরসভায় এ কথা জানান সায়ন্তিকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর প্রতিনিধি ও আধিকারিক বৃন্দ। নাম তরুস্তুতি অর্থাৎ বরানগর কে সবুজে সবুজ ভরিয়ে তুলতে একটি নতুন উদ্যোগ।
ছবি সুবল সাহা।
Be First to Comment