Press "Enter" to skip to content

বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।

Spread the love

এই পরিকল্পনাটিতে রয়েছে প্রিমিয়াম অ্যালোকেশন ও মর্টালিটি চার্জ ফেরতযোগ্য, নমনীয় বিনিয়োগ বিকল্প এবং মহিলাদের জন্য বিশেষ ছাড়।

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৮মে ,২০২৫। বন্ধন লাইফ ইন্স্যুরেন্স, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জীবনবিমা কোম্পানি, ঘোষণা করেছে তাদের নতুন প্রজন্মের ইউনিট-লিঙ্কড জীবনবিমা পরিকল্পনা “বন্ধন লাইফ ইউলিপ প্লাস” এর সূচনা- এই পরিকল্পনাটি উচ্চ জীবন কভার এবং দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধির সুযোগ একসঙ্গে প্রদান করে। এটি বার্ষিক প্রিমিয়ামের 50 গুণ পর্যন্ত লাইফ কভার, প্রিমিয়াম অ্যালোকেশন ও মৃত্যুহার চার্জ ফেরতযোগ্য, নমনীয় বিনিয়োগের সুযোগ এবং দীর্ঘমেয়াদী মূল্য সংযোজনের সুযোগ প্রদান করে, যার ফলে নীতিটি আরও লাভজনক করে ওঠে। ইউলিপ প্লাস দৃঢ় আর্থিক নিরাপত্তা ও লক্ষ্যভিত্তিক বিনিয়োগের সুযোগ দেয়।
বন্ধন লাইফ ইন্স্যুরেন্স-এর এমডি ও সিইও সত্যেশ্বর বি. বলেন, “মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে একমাত্র আয়ের প্রতি নির্ভর করার বিষয়টি এখন আর যথেষ্ট নয়—বাস্তবিকভাবে আর্থিক নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজন উপযুক্ত কৌশল। স্বপ্নের বাড়ি, পড়াশোনা, বা নিশ্চিন্ত অবসর—যে লক্ষ্যই হোক না কেন, ইউলিপ প্লাস গ্রাহকদের দেয় সেই ‘প্লাস ফ্যাক্টর’: উচ্চ সুরক্ষা, প্রবৃদ্ধির সম্ভাবনা, এবং নমনীয়তা—সবকিছুই এখন এক প্ল্যানে রয়েছে। বন্ধন লাইফে, আমরা বিশ্বাস করি গ্রাহকদের স্বপ্ন আরও বেশি কিছু পাওয়ার যোগ্য, আর আমাদের এই পণ্য সেটাই সরবরাহ করে।”
বন্ধন লাইফ ইউলিপ প্লাস আরও বেশি সুরক্ষা প্রদান করে থাকে — এটি বার্ষিক প্রিমিয়ামের ৫০ গুণ লাইফ কভার দেয়, যা অধিকাংশ ইউলিপের তুলনায় অনেকাংশেই বেশি। অতিরিক্ত সুরক্ষার জন্য, এই প্ল্যান সুনিশ্চিত করে যে নমিনির ক্ষেত্রে ফান্ড ভ্যালু বা বেস সাম অ্যাসিউরডের মধ্যে যেটি বেশি সেটি এবং মোট প্রিমিয়ামের ১০৫% ন্যূনতম গ্যারান্টি হিসেবে পাওয়া যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এটি সামগ্রিক আর্থিক লক্ষ্য পূরণের পাশাপাশি তহবিল বৃদ্ধিকে আরও উন্নত করে।
এছাড়াও, এটি সম্পদ বৃদ্ধির সুযোগ দেয় — গ্রাহকরা হাই পারফর্মিং ফান্ডে বিনিয়োগ করতে পারেন, যেগুলো বাজারচক্র জুড়ে স্থিতিশীল ও ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ রিটার্ন দেয়।
বন্ধন লাইফ-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার শৈবাল ঘোষ বলেন, “ইউলিপ প্লাস বিনিয়োগকারীদের আরও বেশি পরিমাণে নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস দেওয়ার জন্য তৈরি হয়েছে। ইকুইটি, ঋণ ও হাইব্রিড ক্যাটাগরিতে বৈচিত্র্যময় বিকল্প থাকায়, গ্রাহকরা তাদের লক্ষ্য ও ঝুঁকির মাত্রা অনুযায়ী পোর্টফোলিও তৈরি করতে পারেন।”
এই প্ল্যান আরও বেশি নমনীয়তা আনে—প্রচুর বিনিয়োগ বিকল্পের পাশাপাশি যখন দরকার তখন টাকা তোলার সুযোগও থাকে, যা জীবনের বিভিন্ন লক্ষ্য বা জরুরি প্রয়োজনে আর্থিক নিশ্চয়তা সুনিশ্চিত করে। পলিসি হোল্ডাররা সেলফ-ম্যানেজড পোর্টফোলিওর মাধ্যমে নিজের ঝুঁকি গ্রহণক্ষমতা ও আর্থিক লক্ষ্য অনুযায়ী ফান্ড বাছাই করে বিনিয়োগ করতে পারেন। প্রিমিয়াম পেমেন্ট মেয়াদ ২০ থেকে ৪০ বছর পর্যন্ত, এবং নীতির মেয়াদ ৮৫ বছর পর্যন্ত হওয়ায়, এটি জীবনের বিভিন্ন পর্যায় ও লক্ষ্যের জন্য ব্যক্তিগতকরণযোগ্য।
দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি পুরস্কৃত করতে, ইউলিপ প্লাস ১০ বছর পর প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ ফেরত দেয় এবং ১১তম বছর থেকে ৩ গুণ পর্যন্ত মর্টালিটি চার্জ ফেরত দেয়। ৭ম বছর থেকে শুরু করে লয়্যালটি অ্যাডিশন ফান্ড ভ্যালু আরও বৃদ্ধি করে।
মহিলা গ্রাহকদের জন্য চার্জের উপর রয়েছে বিশেষ ছাড়, যা আরও অন্তর্ভুক্তিমূলক সম্পদ সৃষ্টিকে উৎসাহিত করে।
ইউলিপ প্লাস-এর মাধ্যমে, বন্ধন লাইফ একটি শক্তিশালী আর্থিক উপকরণ নিয়ে এসেছে, যা আর্থিক নিরাপত্তা এবং সম্পদ বৃদ্ধির সমন্বয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে—জীবনের প্রতিটি স্তরের জন্য আরও কিছু দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে।

More from BusinessMore posts in Business »
More from FinanceMore posts in Finance »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.