Press "Enter" to skip to content

বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল কলকাতায়….।

Spread the love

শুভ্রনীল দাস : কলকাতা, ৩০ নভেম্বর , ২০২৫। স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রেরণাস্বরূপ গান ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন হল কলকাতার শিশির মঞ্চে।
শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গানটির জাতীয়-আত্মিক প্রেরণা, ঐতিহাসিক গুরুত্ব এবং সমকালীন সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বর্তমান প্রজন্মের কাছে কীভাবে ‘বন্দেমাতরম’ এখনও সমানভাবে প্রেরণাদায়ক তা-ও উঠে আসে তাঁর বক্তব্যে।
এরপর একই মঞ্চে আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত গুরু ও শিল্পী সুবিনয় রায়ের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত হয় ‘রবীন্দ্রগানে প্রেম ও সমাজ’ শীর্ষক গীতি-আলেখ্যে। তাতে অংশ নেন ড. সুরজিত রায়, অদিতি গুপ্ত, শেলী বিশ্বাস ভট্টাচার্য, স্বর্ণালী পাল, শুভাশিস মজুমদার, ইন্দ্রানী ভট্টাচার্য এবং সুদীপ্তা মুখোপাধ্যায়। সংকলন ও গ্রন্থনা করেছেন ইন্দ্রানী ভট্টাচার্য। সঙ্গতে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অমিত রঞ্জন রায়।
অনুষ্ঠানে এদিন আনন্দী কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসক ড. পার্থসারথী মুখোপাধ্যায়-কে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে তাঁর দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্বর্ধনা।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.