শুভ্রনীল দাস : কলকাতা, ৩০ নভেম্বর , ২০২৫। স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রেরণাস্বরূপ গান ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন হল কলকাতার শিশির মঞ্চে।
শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গানটির জাতীয়-আত্মিক প্রেরণা, ঐতিহাসিক গুরুত্ব এবং সমকালীন সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বর্তমান প্রজন্মের কাছে কীভাবে ‘বন্দেমাতরম’ এখনও সমানভাবে প্রেরণাদায়ক তা-ও উঠে আসে তাঁর বক্তব্যে।
এরপর একই মঞ্চে আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত গুরু ও শিল্পী সুবিনয় রায়ের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত হয় ‘রবীন্দ্রগানে প্রেম ও সমাজ’ শীর্ষক গীতি-আলেখ্যে। তাতে অংশ নেন ড. সুরজিত রায়, অদিতি গুপ্ত, শেলী বিশ্বাস ভট্টাচার্য, স্বর্ণালী পাল, শুভাশিস মজুমদার, ইন্দ্রানী ভট্টাচার্য এবং সুদীপ্তা মুখোপাধ্যায়। সংকলন ও গ্রন্থনা করেছেন ইন্দ্রানী ভট্টাচার্য। সঙ্গতে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অমিত রঞ্জন রায়।
অনুষ্ঠানে এদিন আনন্দী কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসক ড. পার্থসারথী মুখোপাধ্যায়-কে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে তাঁর দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্বর্ধনা।
বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল কলকাতায়….।

More from CultureMore posts in Culture »
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।
- When Little Hands Create Big Hope: St. Joan’s Students Celebrate Christmas Through Music, Art, Service, and the Joy of Giving…..
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে…।
More from InternationalMore posts in International »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
- মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।











Be First to Comment