গোপাল দেবনাথ : ১ আগস্ট, ২০২১ঃ বিশ্বজুড়ে অতিমারী করোনাকালে যখন সবাই ঘরে বসে নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত সেই সময় নিজেদের জীবন বিপন্ন করে মানুষকে এই অতিমারীর হাত থেকে বাঁচাতে যারা সামনের সারিতে থেকে কাজ করে গেছেন বা এখনো কাজ করে চলেছেন এক কথায় যাদের বলা যেতে পারে ফ্রন্টলাইন ওয়ার্কার্স। করোনা অতিমারীর প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউ এর সময় যে সকল মানুষ নিজের প্রানের বাজি রেখে অন্যের প্রাণ রক্ষা করেছেন তাঁদেরকে ৩৮ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রী অনিন্দ্য রাউত, সাধনা বোস, বিশিষ্ট ফুটবলার হোসেন মুস্তাফি, ফুটবলার রহিম নবি, প্রাক্তন মোহনবাগান ফুটবলার আমজাদ আনসারী, আমহাস্ট্রীট থানার ওসি পুলক কুমার দত্ত, অলক দাস, চন্দন ঘোষ, শান্তিময় ঘোষ, স্বর্ণালী দে মিশ্রা (সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতি)।
সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১০৪ এ এ পি সি রোডের সুকিয়া স্ট্রিট রামমোহন লাইব্রেরীর বিপরীতে। সমগ্ৰ অনুষ্ঠানটি কোভিড বিধি মেনেই অনুষ্ঠিত হয়।
Be First to Comment