Press "Enter" to skip to content

ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট রামোন ম্যাগসেসের স্মরণে ‘ম্যাগসেসে’ পুরস্কার প্রবর্তন করা হয়৷ যা ‘এশিয়ার নোবেল’ নামে পরিচিত…..৷

Spread the love

জন্মদিনে স্মরণঃ রা মো ন ম্যা গ সে সে

বাবলু ভট্টাচার্য : ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট এবং আধুনিক ফিলিপাইনের রূপকার রামোন ম্যাগসেসে।

ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট রামোন ম্যাগসেসের স্মরণে ‘ম্যাগসেসে’ পুরস্কার প্রবর্তন করা হয়৷ যা ‘এশিয়ার নোবেল’ নামে পরিচিত৷

তিনি ১৯২৮ সালে Jose Rizal college থেকে কমার্সে স্নাতক হন৷ এরপর একটি বাস কোম্পানিতে অটোমোবাইল মেকানিকের চাকরি গ্রহণ করেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ফিলিপাইনের সেনাবাহিনীতে যোগ দেন৷ ১৯৪২-৪৫ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন৷

জাপানি আক্রমণের হাত থেকে রক্ষা পেয়ে Western Luzon গেরিলা বাহিনী সংগঠিত করেন৷ প্যাসিফিক যুদ্ধে তিনি গেরিলা বাহিনীর নেতৃত্ব দেন৷ দশ হাজার গেরিলার শক্তিশালী ফোর্সের কমান্ডার নির্বাচিত হয়ে জাম্বেল উপকূলে জাপানি বাহিনীকে প্রতিহত করেন৷

১৯৫০ সালে তিনি ন্যাশনাল ডিফেন্সের সেক্রেটারি নির্বাচিত হন৷ ১৯৩৩ সালে বিয়ে করেন Luz magsaysay-কে ৷

১৯৪৬ সালে ফিলিপাইন হাউস অফ রিপ্রেসেন্টিটিভস-এ লিবারেল পার্টির সদস্য নির্বাচিত হন ৷ হাউসে দু’বারই তিনি ন্যাশনাল ডিফেন্স কমিটির চেয়ারম্যান ছিলেন ৷ ১৯৫৩ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে তিনি ফিলিপাইনের রাষ্ট্রপতি পদে আসীন হন ৩০ ডিসেম্বর ৷

তাঁর শাসনকাল ফিলিপাইনের স্বর্ণযুগ হিসেবে পরিচিত হয়৷ তিনি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত আধুনিক ফিলিপাইন গড়ে তোলেন৷ ফিলিপাইন শিল্প, বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে৷ SATO গঠন এবং ম্যানিলা চুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷

বান্দুং সম্মেলনের মাধ্যমে তিনি আফ্রো-এশীয় দেশগুলির মৈত্রী বন্ধন সুদৃঢ় করেন৷

১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় রামোন ম্যাগসেসের মৃত্যু হয় ৷

রামোন ম্যাগসেসে ১৯০৭ সালের আজকের দিনে (৩১ আগস্ট) জাম্বেলস-এর ইবা শহরে জন্মগ্রহণ করেন৷

More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *