নিজস্ব প্রতিনিধি : কোলকাতা, ২৯ অক্টোবর, ২০২৪। ‘ধনতেরস’ বা ‘ধন্বন্তরি জয়ন্তী’-র পবিত্র তিথিতে উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ‘কোলকাতা পৌরনিগম’-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ‘ফাটাকেষ্টর কালীপুজো’ নামে পরিচিত ‘নব যুবক সংঘ’-র কালীপুজোর মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি-র উন্মোচন হল আজ।
আজ উদ্বোধনী মঞ্চে ‘নব যুবক সংঘ’-র পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এই বছরের মাতৃপুজোর উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরে উপস্থিত অন্যান্য অতিথি অভ্যাগতদের সাথে নিয়ে মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তির উন্মোচন করেন সাংসদ।
পরে মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি দর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী তথা ‘কোলকাতা পৌরনিগম’-এর মহানাগরিক ফিরহাদ হাকিম।
‘নব যুবক সংঘ’-র অন্যতম পথপ্রদর্শক তথা পৃষ্ঠপোষক প্রবন্ধ রায় ওরফে ফান্টা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই বছর ৬৭ বর্ষে পদার্পণ করল ‘ফাটাকেষ্ট খ্যাত কালীপুজো’। ফাটাকেষ্টর মৃত্যুর পর থেকে এই পুজোর আয়োজন করছে ‘নব যুবক সংঘ’।”
Be First to Comment