নিজস্ব প্রতিনিধি : কলকাতা/ গঙ্গাসাগর, ৫ জানুয়ারি, ২০২৬। পূর্ণতীর্থ গঙ্গাসাগরে বারংবার কপিলমুনির দর্শনে যেতে চান ভক্তরা। প্রতিবছরের মতো এবারও পূর্ণতীর্থ গঙ্গাসাগর মেলায় আগত দেশ-বিদেশ থেকে আগত সাধু সন্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। বাবুঘাট, আউট্রাম ঘাট সহ বহু এলাকায় অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সেখানে এসে হাজির হয়েছেন নাগা সাধু – সন্তোরা।
তাদের পরিষেবার কোন খামতি রাখছে না রাজ্য সরকার। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নের আগে এখান থেকে তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। আগামী ৮ই জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা এই মেলা চলবে আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুসজ্জিত দূষণমুক্ত প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে।
গঙ্গাসাগর বকখালি উন্নয়ন অথরিটির পক্ষ থেকে বিশেষভাবে সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে গঙ্গাসাগর মেলা ও তার আশপাশের এলাকাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এই মেলা পরিদর্শন করেন সেই সঙ্গে গঙ্গাসাগর ব্রিজের কাজের সূচনা করেছেন তিনি।
সাগর মেলা সহ গঙ্গাসাগর ব্লকের সার্বিক উন্নয়নে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন তিনি। প্রায় এক হাজার সাতশ কোটি টাকা বাজেট তৈরি করে ব্রিজের কাজ শুরু হচ্ছে। এই ব্রিজের কাজ সম্পন্ন হলে লক্ষ লক্ষ তীর্থযাত্রী সরাসরি কলকাতা থেকে গঙ্গাসাগরে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন।
কৃতজ্ঞতা স্বীকার: – তুষার পাটোয়ারি।






















Be First to Comment