বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৭ মার্চ ২০২৩। বর্তমান সময়ে শহর কলকাতায় বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হয়। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে টেক্সভো ইন্ডিয়া। মিস বনিতা -২৩ নামক ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভার আধিকারীরা পাবে সেরার সেরা শিরোপা।
১৭ মার্চ শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠান সহ সাংবাদিক সম্মেলনে সৌন্দর্য প্রতিযোগিতা মিস বনিতার পোস্টার লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, সমাজসেবী সুভাষ বোস, ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস, ডায়টেশিয়ান শ্রেয়শী ভৌমিক সিনহা, মডেল ডিজাইনার পারমিতা, মডেল দিব্যা সহ অন্যান্য গুণীজন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা ১৮বছর থেকে ৩৫বছরের মধ্যে সীমাবদ্ধ।
প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন মূলত নিখাদ প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হবে। এখান থেকে বিজয়ীকে দেওয়া হবে যেকোনও শর্ট ফিল্ম সহ ভিডিও এলবাম এ অভিনয়ের সুযোগ।
Be First to Comment