Press "Enter" to skip to content

প্রেম….।

Spread the love

অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।

সেদিন নিজের চোখে দেখলাম প্রেম ডুব দিল !
পাড়ে বসে কত ডাকলাম, সাধলাম, সাড়া দিল না !
হৃদয় থেকে উঠে এলো হৃদয় কথা, ‘প্রেম নেই’ !
নিথর পাথর দেহ, কী নিয়ে বাঁচবে ?
মনে ঝড় ওঠে, উথাল পাথাল নয়ন সাগর !
মন্থনের স্বরলিপি মাত্রা ছাড়ায়, প্রশ্ন ভাঙ্গা কন্ঠে !
” তাহলে এলি কেন ? কেন গলা জড়িয়ে ধরলি”?
নিজেকে আড়াল করে নিজেকে দেখি !
একাকিত্বের খাদে নেমে যাই ডুবুরীর খোঁজে !
আশা, যদি তুলে নিয়ে আসে তারে, একবার দেখব নয়ন ভরে !
আলতো ঠোঁটের নড়া চড়া, বলবে, ‘একটা লহমা দিয়ে যা !
কোন গর্ভে বেড়ে উঠবি আবার, বল, ঠিকানা দিবি কি ?
তুই তো বড় আদরের ! তলিয়ে গেলি কেন ?
এত হেসে দিন কাটাতে ভালো লাগে, বল ?
একটা সুযোগ দেনা , ভালোবাসি তোকে নতুন করে !
একবার আয়না এই খাঁ খাঁ বুকে !
দ্যাখনা কত জল জমে আছে !
ও প্রেম, তুই ডুব দিলি কেন’ ?

More from CinemaMore posts in Cinema »
More from MusicMore posts in Music »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.