আত্মকথায় গোপাল দেবনাথ : কলকাতা, ১১ নভেম্বর, ২০২৪। আমার সাংবাদিকতা পেশায় ৪৪ বছর পেরিয়ে গেছে। সুপ্রিয়’র সাথে বন্ধুত্বের বয়স খুব কম করে হলেও ৩৫ বছরের বেশি হবে। আজ বিকেলে ওর বাড়িতে ফোন করে মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হতেই মনটা বিষণ্ণ হয়ে গেল। কোন কাজেই মন লাগছিল না। ওর খবরটা ফেসবুকে পোস্ট করার পর বহু চেনা মানুষজন ফোন করে নিশ্চিত হতে চাইছিল। সুপ্রিয়র এই রকম রোগা ছিপছিপে চেহারা দেখে আমি ভাবতাম হয় আমরা সমবয়সী হব নয়ত ও আমার থেকে ছোট ও হতে পারে। আমি ওকে বরাবর নাম ধরে তুই করে সম্বোধন করতাম ও কিছু মনে করতো না আর বলতো না কেন নাম ধরে বা তুই করে সম্বোধন করছি। বহুদিন পর আমি জানতে পারি ও আমার চেয়ে বেশ কয়েক বছরের বড়। আমার নাম ধরে ডাকা এবং তুই বলাটা শেষ দিনেও ছাড়তে পারিনি। আসলে ও ছিল আমার পছন্দের মানুষ। বিনোদন জগতে আমি ও সুপ্রিয় একসাথে বহু ভালো ভালো কাজ করতে পেরেছিলাম। আমাদের দুজনের দৈনিক কাগজ ছিল ভিন্ন কিন্তু কখনো কোন প্রতিযোগিতা ছিল না। এত বছরের মধ্যে একদিনের জন্যও ঝগড়া বা কথা কাটাকাটি হয়নি। বরং অনেকদিন দেখা না হলে খারাপ লাগতো। একবার টালিগঞ্জে শ্যুটিং এ আমার আম্ব্যাসাডার গাড়ি নিয়ে গিয়েছিলাম সুপ্রিয় আমার গাড়িতেই বাড়ি ফিরছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমার জন্য ওকে আমার গাড়ি ঠেলতে হয়েছিল। সেই কথা আমাকে বহুদিন মজা করে বলতো গাড়িতে করে নিয়ে যাচ্ছিস বলে শেষে আমাকে দিয়ে গাড়ি জলের মধ্যে ঠেলতে বাধ্য করলি। তাজবেঙ্গল হোটেলে আমি আর সুপ্রিয় শাহরুখ খানের প্রেস কনফারেন্স এর সামনে মেঝেতে বসে কভার করে ছিলাম। আরো বহু কথা আছে যা লিখে শেষ করা যাবে না। ওদের পারিবারিক অনুষ্ঠানে যাওয়া থেকে যেখানে বা যে অনুষ্ঠানেই দেখা হতো ওর এক গাল হাসি ভোলা যাবে না। ও সবসময় ওর স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতো। প্রেসক্লাবে সন্ধ্যে বেলায় প্রায়ই দেখা হতো। বহু পারিবারিক কথা হতো।
প্রথমদিন থেকেই আমার নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেলের হালচাল জিজ্ঞাসা করতো। এই রকম রোগা পাতলা লোকের হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হতে পারে সত্যি ভাবলে কষ্ট হচ্ছে। কিছুদিন আগেই ফোটো এগজিবিশন করলো কত একটিভ ছিল যদিও এই ধরণের মৃত্যু খুব মানুষেরই হয়। আজও বলছি সুপ্রিয় তুই যেখানেই থাকিস নিশ্চিত আড্ডার আসর বসাবি। যেখানেই থাকিস না কেন আমাদের হৃদয়ে সারাজীবন থেকে যাবি।
প্রিয়বন্ধু সুপ্রিয়র আকস্মিক প্রয়াণ মেনে নেওয়া কঠিন….।

More from EntertainmentMore posts in Entertainment »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
More from InternationalMore posts in International »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সিঁদুরের শক্তি’…..।
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
Be First to Comment