গোপাল দেবনাথ/ সুজিত চট্টোপাধ্যায়-কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন দি স্ট্যাডেল হোটেলে খ্রিসমাস, এবং আগামী নববর্ষ উপলক্ষে খ্রিসমাস ব্রাঞ্চ এর শুভ সূচনা হলো। বর্ষশেষের শেষ ক্ষণ আর নতুন বর্ষের আগমনের মুহুর্তগুলিকে আনন্দে ভরিয়ে তুলতে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন দি স্ট্যাডেল হোটেলের তরফে অয়ন চট্টোপাধ্যায়। মৃদুমন্দ আলোছায়া আর ডি জে ‘র পছন্দের চনমনে রক সুরের বন্যায় যৌবনকে উপভোগ করার এক সব পেয়েছির আনন্দসন্ধ্যা পরিবেশিত হলো। পছন্দসই রঙিন মদিরার পাত্র হাতে উৎসবের প্রাক মুহূর্ত উদযাপন করলেন আনন্দবিলাসীরা। এদিনের অনুষ্ঠানে রাত যত সাবালক হয়েছে উৎসবের প্রাক মুহূর্তকে দুর্বার করে তুলতে কলকাতার নক্ষত্রলোকের তারারা এক এক করে আসতে শুরু করেন। ছিলেন মেকআপ শিল্পী ও স্টাইল বিশেষজ্ঞ কৌশিক -রজত, অভিনেত্রী মমতাজ সরকার, সায়ন্তিনী গুহঠাকুরতা ,পায়েল মুখার্জি, অভিনেতা ইন্দ্রনীল চক্রবর্তী, ঋদ্ধিস চৌধুরী মডেল সোনাল শ্রীবাস্তব ,শুভঙ্কর সরকার, আমান আহমদ, ঈশিকা দত্ত, সৌম্যদীপ মুখার্জি, মোহম্মদ ড্যানিস, ভারতের ইন্টারন্যাশনাল পোলো কোচ ফাইয়াজ সিদ্দিকী, সিদ্ধা গ্রূপের পিনকেল নন্দী, আর জে শালী, হেরিটেজ কঞ্জারভেশনিস্ট অয়ন চট্টোপাধ্যায়, রণজিন্দার সিং, সস্ত্রীক গৌতম ট্যান্ডন, শান্তনু ঘোষ, সস্ত্রীক প্রসেনজিৎ মুখার্জি, সস্ত্রীক রোহিত জয়সোয়াল, আসিফ আহমেদ, পারমিতা ভৌমিক এবং গায়ক অনীক ধর সহ আরও অনেকে। আপ্যায়নে ছিলেন সৌরাজ ভৌমিক ও মিলি ব্যানার্জি। চব্বিশে ডিসেম্বর ভি ডি জে রনি থাকবেন। উৎসব চলবে রাত দুটো পর্যন্ত। ফাইনাল কাউন্টডাউন নববর্ষের রাত, থাকবে দেদার খানাপিনা চলবে ভোর রাত পর্যন্ত। এবার উৎসবের দিনগুলি আপনাদের আনন্দে কাটুক দি স্ট্যাডেল হোটেলে। বর্ষশেষের রাতের উৎসব চলবে মধ্যরাত পর্যন্ত। ডি জে এস থাকবেন জয় ব্যানার্জি এবং তানিয়া। বড়দিনে এই হোটেলের পুলসাইডে মিরাজে থাকছে লাভিশ বাফেট দাম সাধ্যের মধ্যে। লাইভ মিউজিকে থাকবেন ক্রিস্টোফার লিভো।
প্রাক ক্রিসমাস উৎসবের সূচনা হল দি স্ট্যাডেল হোটেল….
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment