Last updated on January 4, 2023
গোপাল দেবনাথ : কলকাতা, ৩ জানুয়ারি ২০২২। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী সুমিত্রা সেন। বয়স হয়েছিল ৮৯ বছর। হাসপাতালে ভর্তি ছিলেন গত ২০ ডিসেম্বর থেকে। নতুন বছর ১ জানুয়ারি তাঁকে বাড়িতে নিয়ে আসে পরিবার। ২ জানুয়ারি বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন তার দুই সংগীতশিল্পী কন্যা ইন্দ্রানী সেন এবং শ্রাবনী সেন কে। সেইসাথে রেখে গেলেন অসংখ্য গুণমুগ্ধ ভক্ত ও বিশ্বের নানা প্রান্তের ছাত্র ছাত্রীদের। এই মহান সংগীতশিল্পী সুমিত্রা সেন এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার শোকবার্তায় লিখেছেন সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল তার প্রয়াণে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রানী ও শ্রাবনী এবং সুমিত্রাদির পরিবার – পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সাংস্কৃতিক জগৎ সহ সংগীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Be First to Comment