Press "Enter" to skip to content

প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে শুরু হল সপ্তাহব্যাপী বিশ্ব শান্তির মিলন বার্তা ২০২২….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : দমদম, ২৪ ডিসেম্বর, ২০২২। ‘স্টুডিও ও এইচ ডি’ এবং ‘২ নম্বর রেল গেট পল্লীবাসীবৃন্দ’-র যৌথ উদ্যোগে গত শুক্রবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে শুরু হল বড়োদিনের সপ্তাহ ব্যাপী উৎসব ‘শান্তির মিলন বার্তা- ২০২২’। আয়োজক সংস্থার পক্ষ থেকে অভিজিৎ মণ্ডল (অলি) জানিয়েছেন, “প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা কৃতার্থ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিউটি হালদার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, শিখ ধর্মাবলম্বী স্মরণ সিং, বিশপ ডঃ শ্রীকান্ত দাস (প্রতিষ্ঠাতা, গুড নিউজ মিশন অব ইণ্ডিয়া), মৌলানা ডঃ মোহম্মদ ওয়াজেদ আলী খান (ইমাম ও খারিদ জামা মসজিদ), মডেল ও অভিনেত্রী পারমিতা ব্যানার্জি, মডেল অভিনেতা ও নির্দেশক ঋক জয়সোয়াল, মোহনবাগান দলের ক্রিকেটার শুভম সরকার, আইনজীবী লিটন মৈত্র সহ বিশিষ্টজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এর কেন্দ্রবিন্দু রূপে ছিল অনুপম হালদার ফটোগ্রাফি কিয়স্ক যা অতিথি ও দর্শককুলের নজর কেড়েছে ।

 

More from CultureMore posts in Culture »
More from GeneralMore posts in General »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.