নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ জুন, ২০২৩। আগামী ১২ ই জুন সোমবার প্রয়াত জননেতা বাবলু রক্ষিতের ২০ তম প্রয়াণ দিবস। সেই দিনটি কে স্মরণে রেখে প্রবাহের আয়োজন শনিবার ১০ই জুন থেকেই । ১০ ই জুন ২০২৩ অর্থাৎ আজ প্রয়াত জননেতা সুভাষ চক্রবর্তীর স্মরণে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শীর্ষক আলোচনা শুরু হয় সকাল ১০ টা থেকে।
স্বাস্থ্য শিবিরে পরিষেবা দিতে উপস্থিত ছিল সুশ্রুত আই ফাউন্ডেশন , বি পি পোদ্দার হাসপাতাল , টেকনো গামা হাসপাতাল এবং ক্যালকাটা রোটারি ক্লাব এন্ডেভার। জেনারেল মেডিসিন – ইকো এন্ড কার্ডিওলজি ছাড়াও আই ক্যাম্প ও ডেন্টাল ক্যাম্পে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
এর সঙ্গে ছিল ক্যালকাটা রোটারি ক্লাব এন্ডেভারের পক্ষ থেকে কিশোরী এবং মহিলাদের জন্য এক বিশেষ শিবির। বিষয় ছিল মহিলাদের ঋতুচক্র এবং স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা এবং সঙ্গে ছিল স্যানিটারি ন্যাপকিন বিতরণ। উপস্থিত মানুষজন এই স্বাস্থ্য শিবির নিয়ে অত্যন্ত খুশি বলে জানা গেল।
Be First to Comment